এক্সপ্লোর
ট্রাম্পের ‘উত্তেজনা ও বিভেদ সৃষ্টিকারী’ কথাবার্তায় বিরক্ত, বিচলিত, বিজ্ঞানীদের চিঠির জবাবে জানালেন সস্ত্রীক জুকারবার্গ
জবাবি চিঠিতে বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন জুকারবার্গ ও চ্যান।

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষমূলক, আগ্রাসী কথাবার্তা ফেসবুক যেভাবে প্রতিফলিত হয়েছে, তাতে খুশি নন ১৪০ জনের বেশি বিজ্ঞানী। এ নিয়ে তাঁরা ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গকে খোলা চিঠিও লিখেছিলেন।
সেই চিঠির জবাব দিলেন জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাৎপর্যপূর্ণ হচ্ছে, ওই ১৪০জন বিজ্ঞানী জুকারবার্গ প্রকল্পের অধীনেই কর্মরত। জবাবি চিঠিতে বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন জুকারবার্গ ও চ্যান। সেই সঙ্গে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের অসংবেদনশীল, উত্তেজনা ও বিভেদ সৃষ্টিকারী কথাবার্তায় তাঁরাও বিরক্ত আর ভীষণভাবে বিচলিত।
জুকারবার্গ ও চ্যানের জবাবি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের কথাবার্তা প্রসঙ্গে ফেসবুকের অবস্থান বোঝানোর জন্য ব্লগ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। চ্যান-জুকারবার্গ প্রকল্প (সিজেআই)-এর শীর্ষ আধিকারিকরা জবাবে জানিয়েছেন যে, বর্ণবিদ্বেষমূলক ও সংবেদনশীল বিষয়ে আরও সতর্কভাবে সামলানোর ব্যাপারে যত্নশীল হতে হবে ফেসবুক-কে। তবে ফেসবুক ও সিজেআই, উভয়েরই মালিক জুকারবার্গ হলেও এই প্রসঙ্গে দুইয়ের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন স্বয়ং জুকারবার্গ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
