এক্সপ্লোর
Advertisement
নিজেরই বিশ্ববিদ্যালয়ে ট্রোলড খোদ জুকেরবার্গ, হার্ভার্ডের সংবাদপত্র তাঁর জাল খবর আর ছবিতে ভরিয়ে দিল হ্যাকাররা
নিউ ইয়র্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ার ১৩ বছর পর ফের এখানে এসেছিলেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিখ্যাত প্রাক্তন ছাত্রের ঘর ওয়াপসি খুব একটা মধুর হল না। মার্ক জুকেরবার্গ দেখলেন, হার্ভার্ডের নিজস্ব খবরের কাগজ তাঁর নামে একটার পর একটা ভুল খবরে হ্যাকাররা ভরিয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে নিমন্ত্রিত হন ফেসবুক প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও তাঁর পাওয়ার কথা ছিল। বক্তৃতা দিতে ওঠার কয়েকমিনিট আগে সোশ্যাল মিডিয়া খবর দেয়, হার্ভার্ডের ছাত্রছাত্রীদের ১৪৪ বছর বয়সি নিজস্ব সংবাদপত্র হার্ভার্ড ক্রিমসন হ্যাক হয়েছে। সংবাদপত্রের ওয়েবসাইটের প্রায় প্রতিটি লেখা ও ছবি কোনও না কোনও ইয়ার্কিতে পরিবর্তিত হয়েছে আর প্রত্যেক ইয়ার্কিরই লক্ষ্য, ২০০৪-এর ড্রপআউট জুকেরবার্গ।
তারপরই সংবাদপত্রের প্রেসিডেন্ট জানান, হ্যাক হয়েছে সেটি।
বিষয় হল, জুকেরবার্গের নামেও একবার হ্যাকিংয়ের অভিযোগ ওঠে। ড্রপআউটের আগে হার্ভার্ডের পড়ুয়াদের ইমেল অ্যাকাউন্ট নাকি হ্যাক করেন তিনি। এ নিয়ে কয়েক বছর পর হার্ভার্ড ক্রিমসনেই রিপোর্ট বার হয় যে, ২০০৪-এ বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে ফেসবুক প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ পড়ুয়াদের ইমেল ও কানেক্টইউ নামে একটি সোশ্যাল নেটওয়ার্কের অ্যাকাউন্ট হ্যাক করেছেন।
ওই সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে ফেসবুকের কোনও আইনি ঝামেলা চলছিল। সে ব্যাপারে হার্ভার্ড ক্রিমসনের অবস্থান জানতে জুকেরবার্গ পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করেন বলে অভিযোগ। পরে মোটা টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement