এক্সপ্লোর
Advertisement
জইশ প্রধান মাসুদ আজহার সন্ত্রাসবাদী, বললেন মুশারফ
নয়াদিল্লি: পাকিস্তান সরকার এই প্রথম মাসুদ আজহারকে জঙ্গি বলে স্বীকার করেছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পাকিস্তান স্টেট ব্যাঙ্ক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফও ভারতের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার মূল চক্রীকে সন্ত্রাসবাদী বলে মেনে নিয়েছেন।মুশারফ বলেছেন, মাসুদ পাকিস্তানেও বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় জড়িত।
উল্লেখ্য, এই মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে ভারত রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব এনেছে। কিন্তু চিনের বাধায় ভারতের সেই প্রস্তাব আটকে গিয়েছে। চিনের এই বাধাদান সম্পর্কে প্রশ্ন করা হলে মুশারফ স্পষ্ট কোনও উত্তর দেননি। তিনি বলেছেন, মাসুদকে নিয়ে চিনের তো করার কিছু নেই। তাহলে তারা এর সঙ্গে জড়াবে কেন। একটি টিভি চ্যানেলকে এ কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট।
ভারতে চরবৃত্তির দায়ে পাক হাই কমিশনের কর্মীর ধরা পড়া সম্পর্কে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে যান মুশারফ। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
মুশারফ আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের কূটনৈতিক ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন।
পাকিস্তানে শাসক হিসেবে রাজনৈতিক দল, না সেনা, কে বেশি যোগ্য, এই প্রশ্নের উত্তরে মুশারফ বলেছেন, সেনা ক্ষমতা থাকাকালে পাকিস্তানের উন্নতি বেশি হয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি নিয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গিয়েছেন মুশারফ। তাঁর দাবি, এ বিষয়ে তাঁর কোনও কিছু জানা নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
হুগলি
Advertisement