Mehul Choksi First Photo: ঠিক কী হালে আছেন মেহুল চোকসি, প্রকাশ্যে এল তাঁর ডমিনিকার হেফাজতে থাকার ছবি
নীল জামা পড়ে জেলের ভিতরে দাঁড়িয়ে মেহুল চোকসি। তাঁর বাঁ চোখ পুরো লাল।
ডমিনিকা : দিনকয়েক আগে তাঁর গ্রেফতারির খবর প্রকাশ্যে এসেছিল। এবার পিএনবি থেকে ঋণখেলাপির অভিযুক্ত দেশ থেকে ফেরার ও ডমিনিকায় গ্রেফতার হওয়া হিরে ব্যবসায়ী মেহুল চোকসির ছবি সামনে এল। যে ছবি দেখে আঁতকে ওঠার জোগাড়। জেলের পিছনে নীল জামা পড়ে দাঁড়িয়ে থাকা চোকসিকে চেনা দায়। তাঁর বাঁ চোখ পুরো লাল। অ্যান্টিগা নিউজ রুম এই ছবি প্রকাশ করেছে।
গত বুধবার রাতে অ্যান্টিগার সংবাদমাধ্যম জানায় মেহুল চোকসি রয়েছে অ্যান্টিগার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কারাগারে। ডমিনিকায় তাঁকে গ্রেফতার করা হয়। যদিও চোকসির অভিযোগ, তাকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় মেহুলের মুক্তি দাবি করেছেন তার আইনজীবী। মেহুল চোকসি ধরা পড়ায় তাঁর ভারতের হাতে প্রর্ত্যপনের প্রাথমিক সম্ভাবনা তৈরি হলেও পরে জানা যায়, পিএনবি প্রতারণা মামলায় পলাতক মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেবে না ডমিনিকা সরকার। পরিবর্তে ফের তাকে পাঠানো হবে অ্যান্টিগা-বারবুডায়।
প্রথমে গত রবিবার মেহুল চোকসির নিখোঁজ হয়ে যাওয়ার খবরে শোরগোল পড়েছিল। অ্যান্টিগার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল রবিবার তাঁকে তাঁর গাড়িতে শেষ দেখা গিয়েছিল। গাড়িটির খোঁজ মিললেও মেহুলের খোঁজ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছিল। জলি হারবারের বাসিন্দা তথা অ্যান্টিগার বাসিন্দা ৬২ বছরের মেহুল চোকসির খোঁজ করা হচ্ছে বলেই সেদিন জানিয়েছিল পুলিশ। আর এদিন কার্যত নাটকীয়ভাবে তারা জানায়, চোকসি রয়েছেন হেফাজতে। ভারত ছেড়ে ২০১৮ সালে পালানোর আগের বছরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন মেহুল চোকসি।
২০১৮ সালের জানুয়ারিতে পিএনবি প্রতারণার অভিযোগ সামনে আসে। ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান তাঁরা। অ্যান্টিগার নাগরিকত্ব নেন চোকসি। সেখান থেকেই ধরা পড়লেন অভিযুক্ত। অপর অভিযুক্ত নীরব মোদি ইতিমধ্যে ধরা পড়েছেন। এই মুহূর্তে লন্ডনের জেলে রয়েছেন তিনি। দু'জনের বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে সিবিআই।