এক্সপ্লোর
Advertisement
এবার উদ্ধার পরেশেরর দেহ, এখনও নিখোঁজ গৌতম
কাঠমান্ডু: এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর এভারেস্টে খোঁজ মিলল পরেশ নাথের দেহের। শুক্রবার রাজীব ভট্টাচার্যর দেহ নামিয়ে আনা হল কাঠমাণ্ডুতে। সুভাষ পালের দেহ নিয়ে নীচে নামিয়ে আনা হচ্ছে। অন্যদিকে, এখনও নিখোঁজ ব্যারাকপুরের গৌতম ঘোষ।
বেস ক্যাম্প সূত্রে খবর, ক্যাম্প ফোরের কাছ থেকে দুর্গাপুরের বাসিন্দা পরেশের দেহ উদ্ধার করেন শেরপারা। কিন্তু প্রবল হাওয়ার কারণে তাঁর দেহ নামিয়ে আনা সম্ভব হয়নি। দেহ রাখা হয়েছে ক্যাম্প ফোরেই। আজই ক্যাম্প ফোর থেকে সুভাষ পালের দেহ নিয়ে নিচে নামছেন ৬ শেরপা। এখনও নিখোঁজ ব্যারাকপুরের গৌতম ঘোষ।
এদিন রাজীবের দেহ নামিয়ে আনল কাঠমাণ্ডুর টিচিং হাসপাতালের হেলিপ্যাডে। বৃহস্পতিবার উদ্ধার অভিযানে বাদ সেধেছিল প্রকৃতি। আজ সকাল সাড়ে ৫টায় পোখরা থেকে ধৌলাগিরির ক্যাম্প ওয়ানের উদ্দেশে ফের রওনা দেয় চপার। উদ্ধার হয় রাজীব ভট্টাচার্যর দেহ।
আজ ময়নাতদন্ত করা হয় রাজীবের দেহের। পচন রুখতে কাল পদক্ষেপ। কাল কলকাতায় আসছে। ধৌলাগিরি শৃঙ্গে ক্যাম্প টু ও ক্যাম্প ওয়ানের মাঝে উদ্ধার হয়েছে পর্বতারোহী রাজীব ভট্টাচার্যর দেহ।
১১ এপ্রিল কাঠমাণ্ডু থেকে ধৌলাগিরির উদ্দেশে অভিযান শুরু করে ১৯ মে শৃঙ্গজয় করেন রাজীব৷ কিন্তু, ফেরার সময়ই স্নো-ব্লাইন্ডনেসের শিকার হন তিনি৷ দেখা দেয় অক্সিজেনের সমস্যা। পাশাপাশি, ক্লান্তি গ্রাস করতে থাকে রাজীবকে৷ ধৌলাগিরির বুকেই লুটিয়ে পড়েন রাজীব।
অন্যদিকে, বেস ক্যাম্প সূত্রে খবর, নতুন করে বরফ পড়ছে। উদ্ধারে বাধা। শনিবার এভারেস্ট যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement