এক্সপ্লোর
Advertisement
মোদী-পুতিন বৈঠক, বিজ্ঞান ও প্রযুক্তি, রেল, বাণিজ্য সংক্রান্ত ১২টি চুক্তির সম্ভাবনা
সেন্ট পিটার্সবার্গ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যৌথ স্বার্থের বিষয়ে আলোচনা হয়েছে। দু দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, রেল, সাংস্কৃতিক আদান-প্রদান, বাণিজ্য বিষয়ে ১২টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মোদী ও পুতিন ‘ভিশন স্টেটমেন্ট’ প্রকাশ করবেন বলে জানা গিয়েছে।
এই প্রথমবার রাজধানী মস্কোর বদলে সেন্ট পিটার্সবাগে বৈঠকে বসলেন ভারত ও রাশিয়ার রাষ্ট্রনেতারা। ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন লেনিনগ্রাদে নিহত হয়েছিলেন পুতিনের ভাই। আজ সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান মোদী। সেই কারণে তাঁকে ধন্যবাদ জানান পুতিন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য হওয়ার ক্ষেত্রে সাহায্য করায় রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সাধারণ বিভিন্ন দেশের সম্পর্কে চড়াই-উতরাই দেখা যায়। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, ভারত ও রাশিয়ার সম্পর্কে কোনওদিন ওঠা-নামা দেখা যায়নি।’ পুতিন বলেছেন, এক সপ্তাহের মধ্যেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হয়ে যাবে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
খবর
Advertisement