এক্সপ্লোর
অরল্যান্ডোয় শিল্পাঞ্চলে বন্দুকবাজের হামলা, নিহত বেশ কয়েকজন

ফাইল ছবি
মিয়ামি: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের তাণ্ডব। ফ্লোরিডার অরল্যান্ডো শহরে একটি শিল্পাঞ্চলে অতর্কিতে হামলা চালাল এক বন্দুকবাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অরেঞ্জ কাউন্টির শেরিফের দফতর থেকে ট্যুইটারে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। জানানো হয়েছে, পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর এ বিষয়ে বিবৃতি দেবেন শেরিফ। এর আগেও বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে ফ্লোরিডা। এক বছর আগে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















