নেপালে সরকার গঠনের পথে বাম-জোট, প্রধানমন্ত্রী হতে পারেন ওলি
কাঠমান্ডু: সংসদীয় নির্বাচনে বিপুল জয়ের পথে নেপালের প্রধান বামপন্থী দল তথা প্রাক্তন মাওবাদীরা। বর্তমান শাসক নেপালি কংগ্রেসকে উৎখাত করে তারাই একক সংখ্যা-গরিষ্ঠতায় পরবর্তী সরকার গঠন করতে চলেছে।
এবারের নির্বাচনে গাঁটছড়া বেঁধেছিলেন দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল। এই জোটের একজন হলেন সিপিএন-ইউএমএল প্রধান কে পি ওলি। দ্বিতীয়জন হলেন সিপিএন-মাওবাদী প্রধান প্রচণ্ড। সেই জোট যে ফলপ্রসূ হয়েছে, তা ফলাফলেই পরিষ্কার।
নেপালের নির্বাচন কমিশনের পেশ করা তথ্য অনুযায়ী, সিপিএন-ইউএমএল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। তারা ৭৪ আসনে জিতেছে। শরিক দল সিপিএন-মাওবাদী জিতেছে ৩২টি আসনে।
অর্থাৎ, সংসদের মোট ২৭৫টি আসনের মধ্যে সরাসরি নির্বাচন প্রক্রিয়া হয়েছে ১৬৫ আসনে। এর মধ্যে, এই দুই দল ১০৬টি আসন জিতে নিয়েছে। বাকি আসন নির্ধারিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা অনুযায়ী।
সূত্রের খবর, বাম জোট সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলায়, বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে সিপিএন-ইউএমএল প্রধান কে পি ওলি।
শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন শাসক নেপালি কংগ্রেস শিবির এবারের নির্বাচনে তৃতীয় স্থান দখল করেছে। তারা কেবলমাত্র ২০টি আসনে জয়ী হয়েছে।