Nobel Prize 2022 Chemistry: রসায়নে যুগান্তকারী আবিষ্কার, ২০২২-এর নোবেল তিন বিজ্ঞানীকে
Nobel Prize:২০২২ সালে রসায়নে নোবেল দেওয়া হয়েছে তিন বিজ্ঞানীকে।
নয়াদিল্লি: ঘোষিত হল রসায়নের নোবেল পুরস্কার। ২০২২ সালে রসায়নে নোবেল দেওয়া হয়েছে তিন বিজ্ঞানীকে। মলিকিউল সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য ক্যারোলিন আর বেরতোজ্জি (Carolyn R. Bertozzi), মর্টেন মেলডাল (Morten Meldal) এবং কে ব্যারি শার্পলেস (K. Barry)-কে যৌথভাবে পুরস্কৃত করা হয়েছে নোবেল কমিটির তরফে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের (The Royal Swedish Academy Of Sciences) তরফে জানানো হয়েছে “an ingenious tool for building molecule” অর্থাৎ মলিকিউল তৈরির একটি বিশেষ পদ্ধতি আবিষ্কারের জন্য এই সম্মান। ক্লিক কেমিষ্ট্রি (click chemistry) এবং বায়োঅর্থোজোনাল কেমিষ্ট্রিতে যুগান্তকারী কাজের জন্য এই আবিষ্কার।
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2022
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2022 #NobelPrize in Chemistry to Carolyn R. Bertozzi, Morten Meldal and K. Barry Sharpless “for the development of click chemistry and bioorthogonal chemistry.” pic.twitter.com/5tu6aOedy4
কতটা গুরুত্বপূর্ণ কাজ:
নোবেল কমিটির তরফে জানানো হয়েছে বিজ্ঞানী ক্য়ারোলিন বেরতোজ্জি ক্লিক কেমিষ্ট্রিকে নয়া উচ্চতায় নিয়ে গিয়েছেন। প্রাণীকোষের সাধারণ রাসায়নিক গঠন অবিকৃত রেখে তিনি তার উপর বায়োঅর্থোগোনাল রিঅ্যাকশন (bioorthogonal reactions) করে দেখিয়েছেন। বিজ্ঞানী বেরি শার্পলেস এবং বিজ্ঞানী মর্টেন মেলডাল ক্লিক কেমিষ্ট্রিতে যুগান্তকারী একটি কাজ করে দেখিয়েছেন। এই তিন বিজ্ঞানীর দীর্ঘ প্রচেষ্টার কারণেই কঠিন একটি কাজ সহজ পদ্ধতিতে করা সম্ভব হয়েছে। ক্লিক কেমিষ্ট্রি এবং বায়োঅর্থোগোনাল রিঅ্যাকশন- রসায়নের নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানানো হয়েছে নোবেল অ্যাকাডেমির তরফে। ফার্মাসিউটিক্যালস-এর গবেষণার ক্ষেত্রে ডিএনএ ম্যাপিং-এর -জন্য ক্লিক কেমিষ্ট্রির ব্যবহার করা হয়। ক্যানসারের ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধির কাজে বায়োঅর্থোগোনাল রিঅ্যাকশন ব্যবহার করা হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বার:
বিজ্ঞানী কে ব্যারি শার্পলেস (K. Barry) এই নিয়ে দ্বিতীয়বার নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন। এর আগে ২০০১ সালে তাঁকে রসায়নে (Chemistry) নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।
নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনোর দেওয়া হয়। ১০ ডিসেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: মানব জিন নিয়ে যুগান্তকারী গবেষণা, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী