Omicron in US: শীতে ভয়াবহ আকার ধারণ করতে পারে ওমিক্রন, সতর্ক করলেন বাইডেন
আমেরিকায় এই শীতে ওমিক্রনে সাংঘাতিক অসুস্থতা আর মৃত্যু হতে পারে যদি ভ্যাকসিন না নেওয়া থাকে। গতকাল এই আশঙ্কাই প্রকাশ করেছেন জো বাইডেন ৷
ওয়াশিংটন: ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জো বাইডেন (Joe Biden)। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ফের বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। একদিনে ৮৮ হাজারেরও বেশি সংক্রমিত পাওয়া গেছে। একদিনে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার (America) অবস্থাও ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। কোভিড মামলা দৈনিক দ্বিগুণ গতিতে বৃদ্ধি হচ্ছে।
এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ রুখতে অবিলম্বে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তা না হলে আমেরিকায় এই শীতে ওমিক্রনে সাংঘাতিক অসুস্থতা আর মৃত্যু হতে পারে যদি ভ্যাকসিন না নেওয়া থাকে। গতকাল এই আশঙ্কাই প্রকাশ করেছেন জো বাইডেন ৷ তিনি বলেন, "আমেরিকাবাসীকে আমি বলতে চাই, যে ধরনের পদক্ষেপ আমরা করেছি, তাতে যত দ্রুত ওমিক্রন ছড়ানোর সম্ভাবনা ছিল, তা হয়নি ৷ যেমনটা এখন ইউরোপে হচ্ছে ৷ কিন্তু এখন এখানেও চলে এসেছে আর ছড়িয়ে পড়ছে ৷ এবার এই সংক্রমণের সংখ্যা বাড়তে চলেছে ৷"
আরও পড়ুন, রাজ্যের মুকুটে নতুন পালক, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা
বৃহস্পতিবার দেশবাসীর সামনে ওমিক্রন পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে বাইডেন বলেছেন, ‘যত সময় যাবে, আরও দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়বে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আসল সুরক্ষা একমাত্র টিকা থেকেই পাওয়া যেতে পারে। যদি এখনও করোনা টিকা না নেন, তবে এই শীতকাল গুরুতর অসুস্থতা ও মৃত্যুই ডেকে আনবে।’
প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ায় ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ় ও টিকাকরণের উপরে জোর দিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন, ভেরিয়েন্টটি উদ্বেগের কারণ বটে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু বাইডেন সরকারের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)-এর দেওয়া পরিসংখ্যান বলছে, ১ ডিসেম্বর পর্যন্ত সে দেশে গড় দৈনিক সংক্রমণ ছিল ৮৬ হাজার। এখন তা বেড়ে ১ লক্ষ ১৭ হাজার হয়েছে। দৈনিক গড়ে মৃত্যু হচ্ছে ১,১১৫ জনের।