Omicron : ওমিক্রন কতটা ভয়ঙ্কর? আশার কথা শোনালেন বাইডেনের মুখ্য চিকিৎসা উপদেষ্টা
Omicron Updates : ছড়াচ্ছে ওমিক্রন। কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা?
নয়াদিল্লি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা, ডক্টর অ্যান্থনি ফৌসির মতে, ওমিক্রনের তীব্রতা সম্পর্কে কোনও কিছু বলার আগে বিজ্ঞানীদের আরও তথ্যের প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদেরও দাবি, করোনভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ছে। তবে এই ভ্যারিয়েবন্ট সম্পর্কে প্রাথমিক ভাবে যে ইঙ্গিতগুলি পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে এটি ডেল্টার চেয়ে কম বিপজ্জনক। হাসপাতালগুলি থেকে পাওয়া খবরেও তেমনটাই ইঙ্গিত।
রাষ্ট্রপতি জো বাইডেনেরর প্রধান চিকিৎসা উপদেষ্টা, ডাঃ অ্যান্টনি ফৌসি জানান, ওমিক্রনের তীব্রতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলার আগে বিজ্ঞানীদের আরও তথ্যের প্রয়োজন। দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টটি প্রথমে হু হু করে ছড়িয়ে পড়ে। তবে হাসপাতালে ভর্তির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়নি। তা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিকর্তার মতে, "এখনও পর্যন্ত, মনে হচ্ছে না যে ওমিক্রন ভ্যারিয়েন্টে খুব একটা তীব্রতা আছে"। ডঃ ফৌসি আরও যোগ করেন, "কিন্তু এটিতকে কম গুরুতর বলার আগে বা এটি ডেল্টার মতো গুরুতর অসুস্থতা সৃষ্টি করে না, এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সত্যিই সতর্ক থাকতে হবে।"
আরও পড়ুন :
দেশে ছড়াচ্ছে ওমিক্রন সংক্রমণ, মহারাষ্ট্রে আরও ৭ আক্রান্তের হদিশ
ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। রাজস্থানে ৯ জন এবং মহারাষ্ট্রে আরও ৭ জনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসছে টিকাকরণের টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ।
ওমিক্রন ক্রমেই ছড়িয়ে পড়ায়, যখন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞদের একাংশ, তখন টিকাকরণ নিয়ে স্বস্তির সুর কেন্দ্রের গলায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন ট্যুইট করে লিখেছেন, ' আমরা করব জয়। ভারতকে অভিনন্দন। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত, কারণ দেশের মোট প্রাপ্ত বয়স্কদের ৫০ শতাংশের বেশি মানুষ কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন। আমরা একসঙ্গে লড়ে COVID-19’এর বিরুদ্ধে জিতব। '
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )