এক্সপ্লোর
সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

ইসলামাবাদ: সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগে ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে তলব করল পাকিস্তান। ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) মহম্মদ ফয়সল এই সমন পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, ভারতীয় সেনাবাহিনী বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। এর ফলে দু জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি এই ঘটনার নিন্দা করছেন। পাকিস্তানের বিদেশ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, গতকাল নিকিয়াল ও নেজাপির সেক্টরে ভারতীয় জওয়ানদের গুলিতে দু জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন আহত হয়েছেন। ফয়সলের দাবি, সাধারণ মানুষের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন এবং মানুষের মর্যাদার বিরোধী। সীমান্তে শান্তি বজায় রাখার জন্য ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তিকে সম্মান জানানো উচিত ভারতের। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের সেনা পর্যবেক্ষণ গোষ্ঠীকে ভারত ও পাকিস্তানে কাজ করার অনুমতি দেওয়া উচিত। ২০১৭ সালে ভারত ৫৯৪ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। এর আগে এ মাসের ৮ ও ৯ তারিখেও ভারতীয় কূটনীতিবিদদের সমন পাঠিয়েছিল পাকিস্তান। সেবারও পাকিস্তানের অভিযোগ ছিল, ভারত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং এর ফলে বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















