এক্সপ্লোর
Advertisement
সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব পাকিস্তানের
ইসলামাবাদ: সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে দুই সাধারণ মানুষকে হত্যার অভিযোগে ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠাল পাকিস্তান। গতকাল ফুলিয়ান সেক্টরে ভারতীয় জওয়ানরা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ পাক বিদেশ মন্ত্রকের। এই ঘটনায় দু জনের মৃত্যুর পাশাপাশি তিনজন জখম হয়েছেন বলেও অভিযোগ ইসলামাবাদের। এই অভিযোগেই ভারতের ডেপুটি হাই কমিশনারকে সমন পাঠিয়েছেন সার্ক ও দক্ষিণ এশিয়া বিভাগের ডিরেক্টর জেনারেল ড. মহম্মদ ফয়সল।
পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তারা বারবার শান্তি বজায় রাখার পক্ষে সওয়াল করলেও, ভারত ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে। গত এক বছরে সাতশোরও বেশিবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ভারতীয় সেনাবাহিনী। ৩২ জন পাক নাগরিকের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানুষের মর্যাদার বিরোধী। ড. ফয়সল সংঘর্ষ বিরতির ফলে দু জন সাধারণ মানুষের মৃত্যুর নিন্দা করেছেন। তিনি ভারতকে ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার আর্জি জানিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীকে ভারত ও পাকিস্তানে কাজ করতে দেওয়ারও আর্জি জানিয়েছেন ড. ফয়সল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement