এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর নিয়ে ভারতকে আলোচনায় ডাকার কথা ভাবছে পাকিস্তান
ইসলামাবাদ: কাশ্মীর নিয়ে আলোচনার জন্য পাকিস্তান ভারতকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে বলে জানালেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈদেশিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ। তিনি সাংবাদিকদের বলেছেন, আমাদের বিদেশ সচিব এ ব্যাপারে ভারতীয় বিদেশসচিবকে আনুষ্ঠানিক ভাবে চিঠি দেবেন। পাকিস্তানের সামনে বিদেশ নীতি সংক্রান্ত বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত গত ১ থেকে ৩ আগস্ট হয়ে যাওয়া পাক রাষ্ট্রদূতদের কনফারেন্সের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আজিজ। সম্মেলনে কাশ্মীরের ‘উদ্বেগজনক পরিস্থিতি’ নিয়ে অনেকটা সময় ধরে আলোচনা হয়েছে, জানান তিনি।
কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সঙ্গে কোনও প্রশ্নই ওঠে না, আলোচনা হতে পারে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সংসদে পরিষ্কার এ কথা জানিয়ে দেওয়ার দু দিন বাদেই তাঁরা কাশ্মীর নিয়ে ভারতকে আলোচনার প্রস্তাব পাঠানোর ইঙ্গিত দিলেন আজিজ।
বৈঠকে বলা হয়েছে, পাকিস্তানের উচিত কাশ্মীরীদের আত্মনিয়্ন্ত্রণের অধিকার আন্দোলনের প্রতি পূর্ণ মাত্রায় কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখা। আজিজ জানান, সেখানে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ঠিক হয়, কাশ্মীর নিয়ে ভারতকে আলোচনার জন্য ডাকা উচিত পাকিস্তানের। তিনি বলেন, রাষ্ট্রদূতদের বৈঠকে এ কথা উঠেছে যে, পাকিস্তানের সঙ্গে সার্বিক আলোচনায় সামিল না হওয়ার ভারতের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার শান্তির পক্ষে সহায়ক নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement