এক্সপ্লোর
Advertisement
প্রাক্তন 'র' প্রধান দুলাতের সঙ্গে মিলে বই: অবসরপ্রাপ্ত আইএসআই প্রধান দুরানিকে তলব পাক সেনার, সামরিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ইসলামাবাদ: ভারতের প্রাক্তন গোয়েন্দা প্রধান এ এস দুলাতের সঙ্গে মিলে একটি বই লেখার জন্য সামরিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন আইএসআই প্রধান আসাদ দুরানিকে তলব পাকিস্তানি সেনা কর্তৃপক্ষের। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দুরানি ১৯৯০ এর আগস্ট থেকে ১৯৯২ এর মার্চ পর্যন্ত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান ছিলেন।
গত বুধবার 'দি স্পাই ক্রনিকলস: র, আইএসআই অ্যান্ড দি ইলিউশন অব পিস' নামে বইটি প্রকাশ হতেই দুরানিকে কাঠগড়ায় তুলেছে তারা। এক বিবৃতিতে পাক সেনা বলেছে, দুরানিকে জেনারেল হেডকোয়ার্টার্সে দেখা করতে বলা হয়েছে। ওই বইয়ে তাঁর বক্তব্য বলে যেসব কথা রয়েছে, সে ব্যাপারে তাঁকে ব্যাখ্যা করতে বলা হবে।
গতকাল রাতে প্রকাশিত পাক সেনার বিবৃতিতে বলা হয়, সব কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা অফিসারের ওপর সেনার আচরণবিধি প্রযোজ্য। তা ভেঙেছেন উনি।
ওই বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকার দাবি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারপরই দুরানিকে তলব পাঠানো হয়।
দুই বিবদমান দেশের গোয়েন্দা প্রধানদের বই লেখার সমালোচনা করে পাক সেনেটের প্রাক্তন চেয়ারম্যান রাজা রব্বানিও বলেন, কোনও রাজনৈতিক নেতা এটা করলে তো বিশ্বাসঘাতক তকমা পেতেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement