এক্সপ্লোর
Advertisement
ভারত থেকে সস্তায় আমদানি করে নকল বারকোড বসিয়ে চড়া দামে স্টেন্ট বেচছেন পাকিস্তানি ডাক্তাররা
ইসলামাবাদ: ভারত থেকে কম দামে স্টেন্ট আমদানি করে গায়ে নকল বারকোড, আন্তর্জাতিক লেবেল মেরে চড়া দামে বিক্রি করছেন পাকিস্তানের সরকারি, বেসরকারি হাসপাতালের একদল ডাক্তার। পাক সংবাদপত্র দি দুনিয়া নিউজ জানিয়েছে, গোটা বিশ্বে ভারতেই সস্তায় স্টেন্ট মেলে। ভারত থেকে ২৫ থেকে ২৮ হাজার টাকায় স্টেন্ট কিনে তিন, সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করছেন ওই ডাক্তাররা। এছাড়া ১৩ হাজার টাকা দামে অন্য নামেও ভারতীয় স্টেন্ট বিক্রি হচ্ছে পাকিস্তানের হাসপাতালে।
কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে পাক মিডিয়া জানিয়েছে, তদন্তকারীরা পাকিস্তানের হাসপাতালগুলি থেকে স্টেন্টের বারকোডের রেকর্ড চেয়ে পাঠিয়েছেন। প্রতিটি স্টেন্টের একটি আলাদা বার কোড থাকে যা ডাক্তারদের নিজেদের রেকর্ডে রেখে দিতে হয়। কারণ ওই বার কোড থেকেই স্টেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য, তার কোম্পানির নাম জানা যেতে পারে।
দু ধরনের স্টেন্ট বর্তমানে ভারত থেকে পাকিস্তানে আমদানি করা হয়। এক ধরনের স্টেন্টে রক্ত জমাট বেঁধে যায়, আরেকটিতে বাঁধে না। তুলনামূলক ভাবে সস্তা হওয়ায় পাকিস্তানে বেশি ব্যবহার হয় সেই টেন্ট, যাতে রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার স্রেফ নিজেদের পকেট ভরাতে প্রয়োজন না থাকলেও রোগীর শরীরে স্টেন্ট বসান বেশ কিছু ডাক্তার, জানা গিয়েছে পাক মিডিয়ার রিপোর্টে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement