এক্সপ্লোর
Advertisement
প্রয়াত প্রখ্যাত সেতার বাদক রইস খান, শোকপ্রকাশ লতার
লাহৌর: প্রয়াত পাকিস্তানের বিখ্যাত সেতার বাদক সেতার বাদক উস্তাদ রইস খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী। তিনি শেষদিকে শয্যাশায়ী ছিলেন। করাচির বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর স্ত্রী বিলকিস খানুম প্রখ্যাত সঙ্গীতশিল্পী। তাঁদের চার পুত্র বর্তমান। এই শিল্পীর প্রয়াণে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন লতা মঙ্গেশকর।
Sitar ke jaadugar Ustad Rais Khan sahab aaj hamare bich nahi rahe ye khabar sunke mujhe bahut dukh hua.Meri unko bhavpurna shraddhanjali.
— Lata Mangeshkar (@mangeshkarlata) May 6, 2017
১৯৩৯ সালে ইন্দৌরে জন্ম হয় রইসের। তাঁর পরিবারের প্রত্যেকেই গান-বাজনার সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় রাগসঙ্গীতের মেওয়াতি ঘরানার শিল্পী ছিলেন রইস। তাঁর মায়ের বাবা এনায়েত আলি খানও প্রখ্যাত সেতার বাদক ছিলেন। বাবা মহম্মদ খান ও কাকা ওয়ালেত আলি খানের কাছে সেতারের শিক্ষা শুরু হয় রইসের। পাঁচ বছর বয়সে তৎকালীন বম্বের সুন্দর বি হলে প্রথম মঞ্চে অনুষ্ঠান করেন রইস। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর ও মহারাজা। প্রত্যেকেই তাঁর তারিফ করেন।
একের পর এক অনু্ষ্ঠানের মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন রইস। তিনি প্রথমবার বিদেশে অনুষ্ঠান করতে যান পোল্যান্ডে। এরপর ১৯৬৩ সালে করাচিতে অনুষ্ঠান করতে যান। ১৯৬৮ সাল থেকে পাকাপাকিভাবে পাকিস্তানে থাকতে শুরু করেন রইস। ১৯৭৯ সালে তাঁর সঙ্গে বিলকিসের আলাপ হয়। পরে তাঁরা বিয়ে করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement