এক্সপ্লোর
Advertisement
আবু ধাবির রাজকুমারের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, পাঁচটি চুক্তিতে সই দু’দেশের
আবু ধাবি: সংযুক্ত আরব আমিরশাহী সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবু ধাবির রাজকুমার মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করলেন। তাঁদের মধ্যে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তৈলক্ষেত্রে ভারতীয় তেল সংস্থাগুলিকে ১০ শতাংশ অধিকার দেওয়ার ঐতিহাসিক চুক্তি সহ পাঁচটি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী।
গতকাল সন্ধেয় সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছন মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মহম্মদ বিন জায়েদ ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। আবু ধাবির রাজকুমারকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর ট্যুইট করে মহম্মদ বিন জায়েদ ট্যুইট করে বলেন, ‘আমরা সরকারি অতিথি এবং গুরুত্বপূর্ণ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমিরশাহীতে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। তাঁর এই সফরের মাধ্যমে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেল।’
Delighted to meet my friend, HH Mohamed bin Zayed Al Nahyan. We had extensive deliberations on boosting India-UAE cooperation and how this can benefit our nations as well as the whole world. @MohamedBinZayed pic.twitter.com/phFvXtgYkT
— Narendra Modi (@narendramodi) February 10, 2018
প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরশাহীতে গেলেন মোদী। এর আগে তিনি ২০১৫ সালের অগাস্টে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন। এবার সেদেশে গিয়ে আবু ধাবির রাজকুমারের সঙ্গে দেখা করার পর ট্যুইট করে মোদী বলেছেন, ‘আমার বন্ধু মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করে আনন্দিত। ভারত-সৌদি আরব সম্পর্কের উন্নতি এবং এর মাধ্যমে সারা বিশ্বের উপকার নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
We warmly welcome our state guest and valued friend, the Indian Prime Minister H.E. @narendramodi to the UAE. His visit reflects our longstanding historical ties and is testament to our friendly bilateral relationship. pic.twitter.com/NDn4GctynI
— محمد بن زايد (@MohamedBinZayed) February 10, 2018
বিদেশমন্ত্রকের মুখপাত্র র্যাবিশ কুমার বলেছেন, জ্বালানি, রেল, মানবশক্তি ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে দু’দেশ। এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীর তৈলক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement