Russia Ukraine War : আশঙ্কা ছিলই, ইউক্রেনে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু
Russia Ukraine Conflict : নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে
![Russia Ukraine War : আশঙ্কা ছিলই, ইউক্রেনে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু Russia Ukraine Conflict : Indian student killed in shelling in Ukraine's Kharkiv, informs foreign ministry Russia Ukraine War : আশঙ্কা ছিলই, ইউক্রেনে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/7bbee3d03f88d6ddfa382dedddaff605_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
খারকিভ : ইউক্রেনে (Ukraine) ভারতীয়র মৃত্যু (Indian Died)। খারকিভে বোমাবর্ষণে কর্ণাটকের পড়ুয়ার মৃত্যু হয়েছে। এমনই জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটারে লেখা হয়েছে, খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। ভিডিওয় দেখা গেছে, রুশ হানায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর একটি ভিডিওয় দেখা গেছে, শহরের সবথেকে বড় সরকারি ভবনও উড়িয়ে দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতীয় দূতাবাসের তরফে দ্রুত কিভ ছাড়ার জন্য ছাত্র-সহ ভারতীয়দের অনুরোধ করা হয়। ট্রেনে বা যে কোনও ভাবে কিভ ছাড়তে বলা হয়।
প্রসঙ্গত, বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রয়েছে রাশিয়ার। এমনই আশঙ্কা করা করা হচ্ছে। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। আকাশ ও জলপথেও হামলার আশঙ্কা। কিভের নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে।
আরও পড়ুন ; সাতপাঁচ না ভেবে দ্রুত কিভ ছাড়ুন, ভারতীয়দের জরুরি নির্দেশ দূতাবাসের
রাজধানীর কাছেই একটি গ্রামে প্রসূতি হাসপাতালে গোলাবর্ষণ করেছে রুশ সেনা। এর আগে কিভ ও খারকিভের মধ্যবর্তী ওখতিরকা সেনাঘাঁটিতে রুশ হামলায় ৭০ জন ইউক্রেনিয় সেনার মৃত্যু হয়। পাল্টা ইউক্রেনের দাবি, যুদ্ধে সাড়ে ৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার, ১৯৮টি ট্যাঙ্ক সহ বহু সমরাস্ত্রর। এদিকে খারসন শহরও ঘিরে ফেলেছে রুশ সেনা। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।
গতকাল কিভে পরপর হামলা চালায় রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালায় রাশিয়া। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)