Russia-Ukraine Crisis: ইউক্রেনে হামলার জের, রাশিয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত ফিফা ও উয়েফার
FIFA & UEFA on Russia : ইউক্রেনে রুশ-হামলার জেরে বিশ্বকাপ-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়ার জাতীয় দলকে সাসপেন্ড করতে পারে ফিফা...
জুরিখ : ইউক্রেনে রুশ সেনার হামলার জের। ফিফা এবং উয়েফার প্রতিযোগিতায় রাশিয়াকে সাসপেন্ড করা হবে। তা সে জাতীয় দল হোক বা ক্লাবস্তরের দল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে ওই দুই সংগঠনের তরফে।
উয়েফা সমস্ত প্রতিযোগিতায় রাশিয়ার গ্যাজপ্রোম -এর সাথে তাদের অংশীদারিত্ব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করা হবে ৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা জাতীয় দলের প্রতিযোগিতা এবং উয়েফা ইউরো ২০২৪-সহ সব চুক্তি এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
ইউক্রেনে রুশ-হামলার জেরে বিশ্বকাপ-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়ার জাতীয় দলকে সাসপেন্ড করতে পারে ফিফা। এই মর্মে জল্পনা চলছিলই। সংবাদ সংস্থা এএফপি সূত্রে সেই খবর পাওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হবে রাশিয়াকে, এমনও জানায় ওই সূত্র।
অথচ আগামী ২৪ মার্চই বিশ্বকাপের যোগ্যতানির্ধারণকারী প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা রাশিয়ার। এরপর ২৯ মার্চ সুইডেন বা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হতে পারে রাশিয়া, এমনই জানা যায়। ফিফা রবিবার ঘোষণা করে যে, রাশিয়ান দলগুলিকে রাশিয়ার ফুটবল ইউনিয়নের নামে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে, নিরপেক্ষ অঞ্চলে এবং বন্ধ দরজায় হোম গেম খেলতে হবে এবং রাশিয়ান পতাকা ও সংগীত নিষিদ্ধ। এই পরিস্থিতিতে আজ ফিফা এবং উয়েফা উভয় প্রতিযোগিতাতেই রাশিয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত।
প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা অব্যাহত। সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রুশবাহিনী। তবে, ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার, সোমবার রাষ্ট্রসংঘে জরুরি ভিত্তিতে সাধারণ অধিবেশনে একথা জানান রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, ইউক্রেন দখল করার আমাদের পরিকল্পনায় নেই। এই বিশেষ অভিযানের উদ্দেশ্য হল, আট বছর ধরে কিয়েভ শাসনে নির্যাতিত এবং গণহত্যার শিকার হওয়া লোকদের রক্ষা করা। এর জন্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা প্রয়োজন।