Russia Ukraine War: বন্দরে নোঙর করা ছিল জাহাজ, আচমকাই এসে পড়ল ক্ষেপণাস্ত্র, ইউক্রেনে নিহত বাংলাদেশের নাবিক
Russia Ukraine War: প্রায় মাস ছয়েক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন হাদিসুর। তার পর থেকে ফোনেই যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে।
কিভ: ইউক্রেনে অব্যাহত রুশ আগ্রাসন (Russia Ukraine War)। তাতে এ বার প্রাণ হারালেন বাংলাদেশের নাগরিক এক নাবিক। ওলভিয়া বন্দরের কাছে বাংলাদেশের (Bangladeshi Sailor Dies in Ukraine) একটি জাহাজ নোঙর করে রাখা ছিল। তাতে রুশ ক্ষেপণাস্ত্র (Russian Missile) আছড়ে পড়ে বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। তাতেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
নিহত যুবকের নাম হাদিসুর রহমান। বয়স ৩২ বছর। বরগুনার বেতাগীতে বাড়ি তাঁর। বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ওই জাহাজে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। তাতেই মৃত্যু হয়েছে ওই নাগরিকের।
প্রায় মাস ছয়েক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন হাদিসুর। তার পর থেকে ফোনেই যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে। বুধবার জাহাজে কর্মরত হাদিসুরের সহকর্মীদের মারফতই তাঁর পরিবার ছেলের মৃত্যুর খবর পায়। নেটমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন হাদিসের পরিচিতরা।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন। সেই থেকে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি অষ্টম দিনে পা রেখেছে। তার মধ্যেই দফায় দফায় আলোচনা চলছে দুই দেশের মধ্যে। যুদ্ধবিরতিতে সমঝোতায় আসার চেষ্টা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরোয়নি।
#Ukraine Port of #Mykolaiv#Russia'n forces shot on fire "Banglar Samriddhi" vessel under flag of #Bangladesh pic.twitter.com/4VVnDjzvBE
— C4H10FO2P (@markito0171) March 2, 2022
তবে তাতেও ছেদ পড়েনি মুহুর্মুহু বোমা বর্ষণে। ইউক্রেনে মুড়ি-মুড়কির মতো রুশ ক্ষেপণাস্ত্র এবং বোমা এসে পড়ছে বলে অভিযোগ সামনে এসেছে। তাতে সব প্রায় ২ হাজার ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেন সরকারের। প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার তরফেও।
রাশিয়া যদিও পিছু হটার কোনও লক্ষণ দেখায়নি এখনও পর্যন্ত। বরং গোটা পরিস্থিতির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। গৃহযুদ্ধ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেও জেলেনস্কি তা করেননি, বরং লাগাতার রুশবিদ্বেষ এবং ভীতিতে উস্কানি জুগিয়ে গিয়েছেন বলে অভিযোগ রাশিয়ার। ইউক্রেন দখল নয়, দেশের নিরস্ত্রীকরণই তাদের লক্ষ্য বলে জানিয়েছে তারা।