Russia Ukraine War: গোলার আঘাতে পুড়ে ছাই 'স্বপ্ন', কিভে বিশ্বের বৃহত্তম বিমান গুঁড়িয়ে দিল রাশিয়া
Russia Ukraine War: রবিবার, যুদ্ধের চতুর্থ দিনে রুশ গোলার আঘাতে কিভের বাইরে হোস্তোমেল বিমানবন্দরে বিমানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ইউক্রেন সরকারের।
কিভ: আলোচনার পথে এগোলেও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে বিরাম নেই (Russia Ukraine War)। কিভে এ বার পৃথিবীর বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’ (AN-225 'Mriya') গুঁড়িয়ে দিল রুশ সেনা। ইউক্রেনীয় বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, চতুর্থ দিন হামলা চলাকালীন বিমানটি গুঁড়িয়ে দেয় রুশ সেনা।
ইউক্রেনের এএন-২২৫ ‘ম্রিয়া’ বিমানটি সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান। স্থানীয় ভাষায় ‘ম্রিয়া’ শব্দের অর্থ স্বপ্ন। দেশের বিমান নির্মাণ সংস্থা অ্যান্টোনভের (Antonov) হাতে তৈরি সেটি। পণ্য পরিবাহী বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’।
রবিবার, যুদ্ধের চতুর্থ দিনে রুশ গোলার আঘাতে কিভের বাইরে হোস্তোমেল বিমানবন্দরে বিমানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ইউক্রেন সরকারের। ইউক্রেন সরকারের লিখিত বিবৃতিতে বলা হয়, ‘রুশ দখলকারীরা কিভের কাছে বিশ্বের বৃহত্তম বিমান ম্রিয়া (স্বপ্ন)-কে গুঁড়িয়ে দিয়েছে। বিমানটির পুনর্নির্মাণ করব আমরা। স্বাধীন, শক্তিশালী এবং গণতান্ত্রিক ইউক্রেনেরও পুনঃপ্রতিষ্ঠা করব।’
বিদেশমন্ত্রী কুলেবার কথায়, ‘রাশিয়া আমাদের ম্রিয়া গুঁড়িয়ে দিলেও, স্বাধীন, শক্তিশালী এবং গণতান্ত্রিক ইউরোপীয় দেশ হওয়ার স্বপ্নকে দমাতে পারবে না। জয় আসবেই।’
The biggest plane in the world "Mriya" (The Dream) was destroyed by Russian occupants on an airfield near Kyiv. We will rebuild the plane. We will fulfill our dream of a strong, free, and democratic Ukraine. pic.twitter.com/Gy6DN8E1VR
— Ukraine / Україна (@Ukraine) February 27, 2022
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারেন পুতিন?
বর্তমানে বিমানটির কী অবস্থা, তা নির্দিষ্ট করে জানাতে পারেনি অ্যান্টনভ। বিমানের প্রযুক্তি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা যত ক্ষণ না জানা যাচ্ছে, তত ক্ষণ পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে তারা।
প্রায় দু’মাস ধরে চলে আসা সংঘাত পর্ব থেকে বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকে ইউক্রেনের বুকে মুড়ি-মুড়কির মতো আছড়ে পড়েছে গুলি, বোমা, ক্ষেপণাস্ত্র। তবে অসম যুদ্ধে ইউক্রেন মুখ থুবড়ে পড়বে বলে শুরপতে বিশেষজ্ঞরা ধরে নিলেও, রুশ আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে ইউক্রেন। রবিবার খারকিভের রাস্তায় কার্যত হাতাহাতি যুদ্ধে রুশ সেনাকে পিছু হটতে বাধ্য করে তারা।