Russia Ukraine War: যুদ্ধকালে পণবন্দি ভারতীয় পড়ুয়ারা! মারাত্মক অভিযোগ রাশিয়ার, এমন খবর মেলেনি বলে জানাল ভারত
Russia Ukraine War: ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ইউক্রেন থেকে বার করা নিয়ে বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
মস্কো: দেশে ফিরে একে একে মুখ খুলতে শুরু করেছেন ভারতীয় পড়ুয়ারা। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হিমশিম খেতে হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। সেই নিয়ে আলোচনার মধ্যেই এ বার ইউক্রেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল রাশিয়া (Russia Ukraine War)। তাদের দাবি, যুদ্ধকালে ভারতীয় পড়ুয়াদের (Indian Students in Ukraine) নিরাপদে বার করে আনতে উদ্যোগী হয়েছে তারা। কিন্তু ইউক্রেন সরকার ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে (Russia Ukraine War News)।
তবে ভারত সরকার জানিয়েছে, পড়ুয়াদের পণবন্দি হওয়ার খবর নেই তাদের কাছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "কোনও পড়ুয়ার পণবন্দি হওয়ার খবর নেই আমাদের কাছে। খারকিভ থেকে ভারতী. পড়ুয়ারা যাতে পশ্চিম অংশে পৌঁছকে পারেন, তার জন্য ইউক্রেন সরকারের কাছে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে আর্জি জানিয়েছিলাম আমরা। তাঁদের কাছ থেকে সবরকমের সহযোগিতা পেয়েছি আমরা। তার জন্য ইউক্রেন সরকারকে ধন্যবাদ। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, রাশিয়া, স্লোভাকিয়া এবং মলদোভের সঙ্গে যোগাযোগ রয়েছে আমাদের। তাঁদের সহযোগিতায় বড় অংশের ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা গিয়েছে।"
ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ইউক্রেন থেকে বার করা নিয়ে বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ইউক্রেনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বিবৃতি প্রকাশ করা হয়। দাবি করা হয় যে, রুশ সেনা খারকিভ থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করার চেষ্টা করছিল যখন, সেই সময় ইউক্রেনীয় সেনা তাঁদের পণবন্দি করে রেখেছিল।
রাশিয়ার তরফে মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে যে, ভারতীয় পড়ুয়ারা ইউক্রেন ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। কিন্তু জোর করে তাঁদের আটক করে রেখেছে ইউক্রেনীয় সেনা।" কিন্তু ইউক্রেনের বিদেশ মন্ত্রকের দাবি, তারা কাউকে পণবন্দি করেনি। বরং রুশ আগ্রাসনের মুখে ভারতীয়, পাকিস্তানি, চিনা এবং অন্য দেশের পড়ুয়ারা পণবন্দি হয়ে রয়েছে। ওই সমস্ত দেশকে বিষয়টি নিয়ে মস্কোর উপর চাপ বাড়ানোর আর্জি জানিয়েছে তারা।
যদিও ভারতীয় পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করতে রুশ সেনা সব রকমের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করে রাশিয়া। ইগর বলেন, "ভারতের পাঠানো বিমান এবং সেনা বিমানে চাপিয়ে তাঁদের দেশে ফেরত পাঠাতে প্রস্তুত তারা। ভারতের তরফে যেমন প্রস্তাব আসবে, তেমন ভাবেই সব কিছু হবে। "
ঘটনাচক্রে এ নিয়ে গতকালই পুতিনের সঙ্গে কথা হয় মোদির। তার পরই রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে কাঠগড়ায় তোলে। ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে ৬ হাজার ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা গিয়েছে। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র মধ্যে ৬ হাজার জনকে এখনও পর্যন্ত ফেরানো গিয়েছে। বাকিদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।"