Russia Ukraine War: দেখুন- বুক চিতিয়ে চার-চারজন সশস্ত্র রুশ সেনার মোকাবিলা ইউক্রেনের বৃদ্ধ দম্পতির, বাড়ি থেকে দিলেন তাড়িয়ে
Russia Ukraine War:এরইমধ্যে একটি ভিডিও সামনে এসেছে যাতে দেখা গিয়েছে, এক বৃদ্ধ দম্পতিকে দাপটের সঙ্গে রুশ সেনার বিরোধিতা করতে।
Russia Ukraine Conflict: ১৯ দিন হল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে শুরু হয়েছে যুদ্ধ। রুশ বাহিনী প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহরকে নিশানা করেছে। রাশিয়ার গোলাগুলিতে ইউক্রেনের বহু শহর ধ্বংস হয়ে গিয়েছে। প্রাণের ভয়ে লক্ষ লক্ষ মানুষ ভিটেমাটি ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রতিবেশী দেশগুলিতে। কিন্তু সৈন্য়দের সঙ্গে ইউক্রেনের অসংখ্য মানুষ রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করছেন। সাধারণ মানুষ খালি হাতেই সশস্ত্র রুশ সেনার মোকাবিলা করছেন। এমন ঘটনার কথা বেশ কয়েকবারই সামনে এসেছে। এরইমধ্যে একটি ভিডিও সামনে এসেছে যাতে দেখা গিয়েছে, এক বৃদ্ধ দম্পতিকে দাপটের সঙ্গে রুশ সেনার বিরোধিতা করতে। এমনকি, তাঁরা ওই রুশ সেনাদের বাড়ির বাইরে তাড়িয়েও দেন। ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন সশস্ত্র রুশ সেনা ওই দম্পতির বাড়িতে ঢুকে পড়েছিল।
#UkrainianHeroes: Today we salute this elderly couple, who stood up to three Russian soldiers. pic.twitter.com/GG7lZ8cfqx
— U.S. Embassy Kyiv (@USEmbassyKyiv) March 11, 2022
মার্কিন দূতাবাস এই ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। কিভের মার্কিন দূতাবাসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন সশস্ত্র রুশ সেনা দরজা খুলে বাড়িতে ঢুকে পড়ে। তাদের পায়ের শব্দ শুনেই বাড়ির আঙিনায় বেরিয়ে আসেন বৃদ্ধ দম্পতি। তাঁরা রুশ সৈনিকদের কিছু বলেন। এরপর ওই চার রুশ সেনার একজন তাঁদের কিছু একটা করে ভয় দেখানোর চেষ্টা করেন। ভয় দেখাতে শূন্যে গুলিও ছোড়া হয়। কিন্তু দাপুটে ইউক্রেনীয় বৃদ্ধ দম্পতি এতে আদৌ ভয় পাননি। তারপরও রীতিমতো ধমক দিয়ে ওই রুশ সেনাদের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন ওই বৃদ্ধ দম্পতি। রুশ সেনাদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের বচসা চলে। কিন্তু শেষ পর্যন্ত রুশ সেনারা বাড়ির বাইরে বেরিয়ে যায়। দরজা বন্ধ করে দেন বৃদ্ধ দম্পত্তি। ওই বৃদ্ধি দম্পতির এমন হিম্মত,ইস্পাত-কঠিন মনোভাব সোশ্যাল মিডিয়ায় ইউজারদের মন কেড়ে নিয়েছে। ভিডিওটি ইতিমধ্যে দুই লক্ষেরও বেশি ভিউ হয়েছে।