Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের মারিউপোলের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা পুতিনকে জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট
Russia-Ukraine War Live Updates: এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে।
LIVE
Background
কিভ: ২০ দিন ধরে রাশিয়ার (Russia-Ukraine War) লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের (Ukraine)একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা (Russia)। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও (Army)। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
এরইমধ্যে কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে।
অন্যদিকে, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Ukraine Russia War Live : ইউক্রেনের মারিউপোলের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা পুতিনকে জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা বললেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তিনি ইউক্রেনের মারিউপোলেরর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেইসঙ্গে ওই শহরে মানবিক সহায়তার সুযোগের জন্য অবরোধ তোলার আর্জি ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন পুতিনকে।
Russia Ukraine Conflict Live: অপ্রচার চালানোর কাজে নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ পশ্চিমী দেশগুলির
ইউক্রেন জৈব অস্ত্র তৈরি করছে বলে রাশিয়ার অভিযোগের প্রতিবাদে সরব হল ছয়টি পশ্চিমী দেশ। তারা বলেছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে ভুল তথ্য ও অপ্রচার চালানোর কাজে ব্যবহার করছে।
Ukraine Russia War Live : কিভ ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরাল করল ইউক্রেনের সামরিক বাহিনী
রাজধানী কিভ ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরাল করল ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের পদাতিক বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ বলেছেন, কিভ ঘিরে তৃতীয় প্রতিরক্ষা লাইন গড়ে তোলার কাজ করছে সামরিক বাহিনী।
Russia Ukraine Conflict Live: মারিউপোলে বোমাবিধ্বস্ত থিয়েটারে ধ্বংসস্তুপের নিচে এখনও আটক শতাধিক
অবরুদ্ধ মারিউপোলে বোমাবিধ্বস্ত থিয়েটারে ধ্বংসস্তুপের নিচে এখনও আটক শতাধিক। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। আটকে পড়াদের উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
Ukraine Russia War Live : ইউক্রেনে রুশ আক্রমণের অবসানের আর্জি জানিয়ে শেষ হল চিন ও মার্কিন প্রেসিডেন্টের আলোচনা
ভিডিও কলের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে আমেরিকা ও চিনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হল। ইউক্রেনে রুশ আক্রমণের অবসানের আর্জি জানিয়ে শেষ হল দুই নেতার আলোচনা