Ukraine Russia War: বুচা শহরে গির্জার মাটিতে ৪৫-ফুটের গণকবর, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র
Ukraine Russia War: ইউক্রেনের একটি গির্জা সংলগ্ন মাটিতে খনন করা একটি ৪৫-ফুট লম্বা একটি গর্ত। মনেই হচ্ছে এটি একটি গণকবরের গহ্বর।
![Ukraine Russia War: বুচা শহরে গির্জার মাটিতে ৪৫-ফুটের গণকবর, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র Satellite Images Show 45-Foot Trench Near Ukraine Capital, claimed US Firm Ukraine Russia War: বুচা শহরে গির্জার মাটিতে ৪৫-ফুটের গণকবর, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/04/4d93352f3e18ea572059380d2055ae33_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ukraine Russia War: ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। প্রত্যাঘাত ইউক্রেনীয় সেনার। এবার ওডেসা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রুশ সেনা। গোলাবর্ষণের জেরে বেশ কয়েক জায়গায় আগুন ধরে যায়। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
গির্জা সংলগ্ন মাটিতে গণকবর
এরই মধ্যে ইউক্রেনের বুচা ( Bucha) শহরে ধরা পড়েছে এক ভয়াবহ চিত্র। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, ইউক্রেনের একটি গির্জা সংলগ্ন মাটিতে খনন করা একটি ৪৫-ফুট লম্বা একটি গর্ত। মনেই হচ্ছে এটি একটি গণকবরের গহ্বর। এই সপ্তাহে রাশিয়ান বাহিনী বুচা শহর থেকে সেনা প্রত্যাহার করার পরে একটি গণকবর পাওয়া গিয়েছে, রবিবার একটি বেসরকারি মার্কিন সংস্থা Maxar Technologies এই ছবি প্রকাশ্যে এনেছে।
রাস্তায় মৃতদেহর সারি
শনিবার বুচায় রয়টার্সের সাংবাদিকরা রাজধানী কিভ থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে শহরের রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। একটি গির্জা সংলগ্ন জমিতে একটি গণকবর দেখেন তাঁরা। যাঁর উপরে লাল মাটির স্তূপ !
ম্যাক্সার টেকনোলজিস, যেটি ইউক্রেনের এই স্যাটেলাইট চিত্রটি সংগ্রহ করে এবং প্রকাশ করে, তারা জানিয়েছে, চার্চ অফ সেন্ট অ্যান্ড্রু এবং পাইয়েরভোজভানহো অল সেন্টস-এ গণকবর খনন করতে প্রথম ১০ মার্চ দেখা গিয়েছিল৷
অন্যদিকে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ইউক্রেন। তাদের দাবি, লুহানস্ক অঞ্চলের একলক্ষেরও বেশি বাসিন্দাকে ফের গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। এর আগে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপ লাইন। ফলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
Some civilians have been killed and 23 wounded in shelling in Ukraine's city of Kharkiv – regional governor pic.twitter.com/DpByZ9cRtb
— TRT World Now (@TRTWorldNow) April 3, 2022
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ফের সরব হলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, অবিলম্বে রাশিয়ার যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)