এক্সপ্লোর
Advertisement
মেয়েরা গাড়ি চালাবে? সিদ্ধান্ত নেবে সৌদি সমাজই, জানালেন ডেপুটি ক্রাউন প্রিন্স
রিয়াধ: মেয়েরা গাড়ি চালানোর অধিকার পাবে কিনা, সেটা সৌদির সরকার নয়, সমাজই ঠিক করবে। জানালেন সৌদির ডেপুটি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন। তিনি সৌদি ভিশন ২০৩০ নামে এক পূর্ণাঙ্গ পরিকল্পনা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে এ কথা বলেছেন। ওই পরিকল্পনার উদ্দেশ্য হল সে দেশের তেল নির্ভর অর্থনীতির রূপান্তর ঘটানো।
সেই প্ল্যানেই দেশের কর্মীবাহিনীতে মেয়েদের অংশগ্রহণ ২২ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার লক্ষ্য রাখা হয়েছে।
এর পরিণতি হিসাবেই মেয়েরা গাড়ির চালকের আসনে বসার অনুমতি পাবে কিনা, প্রশ্ন করা হলে মহম্মদ বলেন, পরিবর্তন জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এখনও দেশের সমাজকে বোঝানো যায়নি। নেতিবাচক প্রতিক্রিয়াই মেলে। তবে আমরা বলতে পারি, এটা সৌদির সমাজই ঠিক করে দেবে।
ঘটনাচক্রে বিশ্বে সৌদি আরবেই মেয়েদের ওপর সবচেয়ে কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে। একমাত্র সে দেশেই গাড়ি চালানোর অনুমতি নেই মেয়েদের। রেস্তোরাঁ, অন্যান্য প্রকাশ্য স্থানে ছেলে, মেয়ের আলাদা বসাই দস্তুর। মেয়েরা কোথাও ঘুরতে গেলে, কাজের জায়গায় বা বিয়ের ক্ষেত্রেও দরকার হয় পুরুষ অভিভাবকের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement