Kathmandu Aircraft Crash: ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, নেপালে ভয়াবহ দুর্ঘটনা
Nepal Kathmandu Surya Airlines Crashes : টেক অফ করার সময়ই রান-ওয়ে থেকে পিছলে যায় বিমানটি। তারপরই আছড়ে পড়ার সময় আগুন লেগে যায়।
কাঠমান্ডু : নেপালে ফের বিমান দুর্ঘটনা? কাঠমান্ডুতে টেকঅফের সময় ভেঙে পড়েছে বিমান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় ঘটে গেল দুর্ঘটনাটি। পোখরা যাচ্ছিল বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানে। বিমানে ১৯ জন ছিলেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। তাঁদের কী অবস্থা? আশঙ্কার প্রহর গুণছেন উদ্ধারকারীরা ।
যাত্রীদের কী পরিস্থিতি
সূত্রের খবর, টেক অফ করার সময়ই রান-ওয়ে থেকে পিছলে যায় বিমানটি। তারপরই আছড়ে পড়ার সময় আগুন লেগে যায়। এবার কেনই বা বিমানটি রানওয়ে থেকে পিছলে গেল, তা জানা যায়নি এখনও। এখন মূল চিন্তা যাত্রীদের নিয়ে। কী অবস্থায় তাঁরা আছেন, সেদিকেই নজর সকলের। শেষ পাওয়া খবর অনুসারে, কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সবাইকে উদ্ধার করা যায়নি। প্রত্যেককেই বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল। পাইলটকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ।
নেপালে বিমান দুর্ঘটনার ইতিহাস
নেপালে বিমান দুর্ঘটনার ইতিহাস খুবই মর্মান্তিক। একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেছে এই পাহাড়ি দেশে। গতবছরই জানুয়ারিতে পোখরা বিমানবন্দরে নামার আগেই ৭২জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল বিমান। তবে নেপালে বিমান দুর্ঘটনা এই প্রথম নয়। বার বার সেখানে দুর্ঘটনার মুখে পড়েছে একাধিক বিমান।
২০২২ সালের ২৯ মে। নেপালের পোখরা থেকে ২২ জন যাত্রীকে নিয়ে জমসমের উদ্দেশে উড়েছিল একটি বিমান। কিন্তু ২০ মিনিটের যাত্রাপথ শেষ হওয়ার আগেই ঘটে যায় অঘটন! ৪ ভারতীয়, সহ ২২ যাত্রীকে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে প্লেনটি । মৃত্য়ু হয় সকলের।
২০১৮ র ১২ মার্চে কাঠমাণ্ডুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় ভেঙে পড়ে বাংলাদেশি বিমান। মৃত্য়ু হয় ৫০-এরও বেশি বিমানযাত্রীর।
২০১২ সালের ১৪ মে নেপালের মুক্তিনাথ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনার বলি হন ১১ জন ভারতীয় সহ ১৫ জন তীর্থযাত্রী ৷ পাহাড়ে ঘেরা বিপজ্জনক জমসম বিমানবন্দরে অবতরণের আগেই দুর্ঘটনাটি ঘটে ৷
এবারের দুর্ঘটনাটি আবহাওয়ার কারণে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে, খতিয়ে দেখবে তদন্তকারী দল।
#WATCH | Plane crashes at the Tribhuvan International Airport in Nepal's Kathmandu. Details awaited pic.twitter.com/tWwPOFE1qI
— ANI (@ANI) July 24, 2024
আরও পড়ুন :
মাথার ভিতরে প্রাণঘাতী অ্যামিবা, নিশ্চিত মৃত্যু-মুখ থেকে ফিরল কেরলের কিশোর, কী সেই মারণরোগ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে