এক্সপ্লোর
Advertisement
‘জন্মের জন্য প্রস্তুত ছিলেন না’, থাইল্যান্ডে সদ্যজাতকে ১৮ তলা থেকে ছুঁড়ে ফেললেন মা
পাটায়া: নিজের সদ্যজাত সন্তানকে ১৮ তলার জানালা থেকে নীচে ছুঁড়ে ফেলার অভিযোগের গ্রেফতার করা হল থাইল্যান্ডের পাটায়ার এক তরুণীকে।
অভিযুক্তের নাম নেটচানোক নোকিয়াংটং, বয়স ২০। তাঁর বক্তব্য, ২ বছর ধরে সম্পর্কের পর সন্তান সম্ভাবনার খবর পেয়ে প্রেমিক তাঁকে ছেড়ে চলে যান। তাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তরুণী জানিয়েছেন, সন্তানের জন্য তিনি বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না।
নিজের ফ্ল্যাটেই সন্তান জন্ম দেন নেটচানোক। শিশুটিকে একটি ব্যাগে পোরেন। তারপর জানালা দিয়ে ছুঁড়ে পেলেন বাইরে। তাঁর এক প্রতিবেশী দেখতে পান ঘটনা।
তবে ওই ব্যক্তি বুঝতে পারেননি, ব্যাগে কী ছিল। পরে নীচে ব্যাগটি পরে থাকতে দেখে তা খুলে ভেতরে মৃত শিশু দেখেন তিনি।
অভিযুক্তর বক্তব্য, তাঁর ৪০ বছর বয়সি বয়ফ্রেন্ড তাঁকে গর্ভপাত করাতে বলেছিলেন। তারপর কোনও কথাবার্তা না বলে পরিবারের সঙ্গে থাকতে আচমকা দক্ষিণ কোরিয়া চলে যান। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেখে পরিষ্কার, যথেষ্ট সুস্থ সবল অবস্থায় জন্মেছিল শিশুটি। এভাবে তাকে মেরেও তার মায়ের মধ্যে কোনও দুঃখ বা আফশোস নেই। সম্ভবত ওই তরুণীর বিচার হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement