এক্সপ্লোর
Advertisement
সুইৎজারল্যান্ডে নীরব মোদি ও তাঁর বোনের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত
ওই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৬০ লক্ষ মার্কিন ডলার রয়েছে।
নয়াদিল্লি: এনফোর্সনেন্ট ডিরেক্টরেটের আবেদনে সাড়া দিয়ে অর্থপাচার রোধ আইনে ঋণখেলাপে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদি ও তাঁর বোন পূর্বী মোদির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল সুইৎজারল্যান্ড। ওই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৬০ লক্ষ মার্কিন ডলার রয়েছে। ইডি বলে, ওই অর্থ বেআইনি। ভারতের ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিয়ে সুইস ব্যাঙ্কে অর্থ জমা রাখা হয়েছে। ইডি-র সেই আবেদনে সাড়া দিয়েছে সুইৎজারল্যান্ড।
Four Swiss bank accounts of fugitive Nirav Modi and his sister Purvi Modi have been seized. Swiss authorities have seized these accounts on request of Enforcement Directorate (file pic) pic.twitter.com/mxz5TVDtJ0
— ANI (@ANI) June 27, 2019
নীরব এখন লন্ডনে জেলবন্দি। এ বছরের মার্চে তাঁকে গ্রেফতার করা হয়। তিনবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আজ চতুর্থবার জামিনের আবেদন জানাবেন তিনি। ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানির সময় জেল থেকেই ভিডিওলিঙ্কের মাধ্যমে যোগ দেবেন নীরব।
এই মামলায় অপর এক অভিযুক্ত মেহুল চোকসি এখন অ্যান্টিগায়। তিনি সেদেশের নাগরিকত্ব নিয়েছেন। তবে গতকালই অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, মেহুলের নাগরিকত্ব রদ করে তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement