এক্সপ্লোর
ঢাকার জঙ্গি হামলায় মার্কিন বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার মৃত্যু
![ঢাকার জঙ্গি হামলায় মার্কিন বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার মৃত্যু Three Us University Students Killed In Bangladesh Attack ঢাকার জঙ্গি হামলায় মার্কিন বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার মৃত্যু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/03091127/dhaka3-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: ঢাকার গুলশনে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের তিন জন পড়ুয়াও আছেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি সূত্রে এমনই জানা গিয়েছে। ওই তিন পড়ুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিন পড়ুয়ার মধ্যে অন্যতম ভারতীয় ছাত্রী তারিষি জৈন। ১৮ বছর বয়সি তারিষি ইউসি বারকেলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাঁর বাবা গত দু দশক ধরে বাংলাদেশে কাপড়ের ব্যবসা করছেন। ছুটিতে বাবার কাছে বেড়াতে গিয়ে জঙ্গি হামলার শিকার হতে হল তাঁকে।
নিহত অপর দুই পড়ুয়াই বাংলাদেশী বংশোদ্ভুত। আবিন্তা কবীর আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড কলেজে পড়তেন। ফরাজ হোসেন অক্সফোর্ড কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর ইমোরি বিশ্ববিদ্যালয়েই বাণিজ্য নিয়ে পড়াশোনা করছিলেন।
ইমোরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দুই পড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের পরিবার-পরিজনদের সমবেদনা জানানো হয়েছে। মার্কিন সেনেটের সদস্যরাও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁরা জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)