১৩ সন্তানকে শিকলে আটকে রেখে অত্যাচার, গ্রেফতার মার্কিন দম্পতি
পেরিস (মার্কিন যুক্তরাষ্ট্র): বাড়ির মধ্যে নিজেদের ১৩ সন্তানকে বেঁধে রেখে খেতে না দিয়ে নির্মম অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার ক্যালিফর্নিয়ার এক দম্পতি।
১৩ জনের মধ্যে একজন ১৭ বছরের মেয়ে কোনওমতে বাড়ি থেকে বেরিয়ে একটি সেলফোন থেকে পুলিশে খবর দিলে, গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। কিশোরী এতটাই অপুষ্টিতে ভুগছিল, যে প্রথমে পুলিশ তার বয়স ১০ বছর ভেবেছিল।
পুলিশ জানিয়েছে, ১৩ জন ক্যালিফর্নিয়ার পেরিস অঞ্চলে একটি বাড়িতে থাকত। সবচেয়ে বড় সন্তানের বয়স ২৯। সবচেয়ে ছোট ২ বছর। খবর পেয়ে পুলিশ বাড়িতে এলে, তাঁদের চোখ কপালে ওঠে।
তারা দেখে, সাতজনকে শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। যে ঘরে তাদের রাখা হয়েছিল, তা অত্যন্ত অন্ধকার, স্যাঁতস্যাঁতে। ঘরে দুর্গন্ধ এতটাই যে, সেখানে দাঁড়িয়ে থাকা দায়।
পুলিশ আরও জানায়, সন্তানদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক। তাঁদের বয়স ১৮ থেকে ২৯-এর মধ্যে। কিন্তু, এতটাই তাঁরা অপুষ্টিতে রয়েছেন, যে বোঝা দায়।
সন্তানদের বাবা ৫৭ বছর বয়সী ডেভিড অ্যালেন টার্পিন এবং ৪৯ বছরের মা লুই অ্যানা টার্পিনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে শিশুদের ওপর নির্যাতন, অত্যাচার সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। কেন সন্তানদের এভাবে রাখা হয়েছে, তার কোনও যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি দম্পতি।