এক্সপ্লোর
Advertisement
স্বামীর মোবাইল ঘেঁটে তথ্য জানায় স্ত্রীর জরিমানা, দেশের বাইরে বের করার নির্দেশ!
নয়াদিল্লি: মোবাইল ফোন ঘেঁটে অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্ত্রী। এই নিয়ে স্বামীর সঙ্গে তীব্র কথাকাটি হয় তাঁর। কিন্তু শেষপর্যন্ত স্বামীর ঘর তো তাঁকে ছাড়তে হলই, সেই সঙ্গে আদালত তাঁকে দেশের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। স্বামীর গোপনীয়তার হস্তক্ষেপের জন্য তাঁকে এই সাজা দিয়েছে আদালত। পাশাপাশি জরিমানাও হয়েছে তাঁর।
সংবাদপত্র গাল্ফ নিউজ-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে,আরবের এই দম্পতির মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ঝামেলা বাঁধে। স্বামীর অগোচরে স্ত্রী মোবাইলে মেসেজ ও হোয়াটস্যাপ ঘেঁটে সেই বিবাহ-বহির্ভূত সম্পর্ক সম্বন্ধে জানতে পারেন এবং সব তথ্য নিজের মোবাইলে ট্রান্সফার করেন।
পরে স্ত্রী স্বামীকে এ ব্যাপারে প্রশ্ন করলে ঝগড়া শুরু হয়। স্বামী আজমানের আদালতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনষ স্বামীর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই স্ত্রী মোবাইল থেকে ছবি ট্রান্সফার করেছেন।
আদালতে ওই মহিলা নিজের দোষ স্বীকার করেন। আজমানের ফৌজদারি আদালত তাঁর ৫০ হাজার দিরহাম জরিমানা করে এবং তাঁকে দেশের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেয়। ওই মহিলার আইনজীবী এ কথা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement