শেয়ারহোল্ডারদের চাপে ইস্তফা উবের সিইও কালানিকের
নিউইয়র্ক: সংস্থার শেয়ারহোল্ডারদের প্রবল চাপে পদত্যাগ করলেন উবের-এর সিইও ট্রাভিস কালানিক।
এদিন এক বিবৃতি জারি করে ট্রাভিস জানান, সংস্থার স্বার্থে বিনিয়োগকারীদের অনুরোধ তিনি মেনে নিয়েছেন। ট্রাভিস যোগ করেন, তিনি চান না উবের-এর মধ্যে নতুন লড়াই বাঁধুক। এতে সংস্থার ক্ষতি। এখন উবের-এর পুনর্নির্মাণ প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। বিদায়ী সিইও জানিয়ে দিয়েছেন, তিনি সংস্থার বোর্ডে থাকছেন।
খবরে প্রকাশ, মূলধনী সংস্থা বেঞ্চমার্ক সহ উবের-এর পাঁচ বড় বিনিয়োগকারী অবিলম্বে কালানিকের পদত্যাগের দাবি তোলে। তারা জানায়, সংস্থার নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ-নির্ভর ক্যাব সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাভিস সর্বদা সংস্থাকে আগে রেখেছে। নিজেই সরে দাঁড়িয়ে অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সংস্থায় চূড়ান্ত অব্যবস্থা ও কর্মস্থলে হেনস্থার অভিযোগে বেশ কিছুদিন ধরেই জর্জরিত উবের। যার সূত্রপাত হয়, যখন সংস্থার এক প্রাক্তন কর্মী নিজের ব্লগে সংস্থায় যৌন হেনস্থা ও লিঙ্গ-বৈষম্যের অভিযোগ তোলেন। এরপর ২০১৪ সালে ভারতে উবের চালকের হাতে এক মহিলার ধর্ষণের ঘটনায় সংস্থার ভাবমূর্তিতে জোর ধাক্কা লাগে। দফতরের কর্ম সংস্কৃতি ও ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনতে বহুমুখী পদক্ষেপ নেয় উবের বোর্ড।