Russia-Ukraine War Live Updates: ইউক্রেনকে লক্ষ্য করে ১০০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি আমেরিকার
Russia-Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট এক নজরে।
LIVE
Background
কিভ : বুধবার রাশিয়াকে ইউক্রেনে (Russia Ukraine War) ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) । "রাশিয়ান ফেডারেশন অবিলম্বে ইউক্রেনে স্থগিত করুক " নির্দেশ দেন বিচারকরা । তাঁরা আরও বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো দ্বারা সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালিয়ে না যায়।
রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) বুধবার বলেছেন যে রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে এবং বিশ্বব্যাপী আধিপত্য অর্জন। পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে নিরপেক্ষ অবস্থান নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তিন সপ্তাহের এই যুদ্ধ হাজার হাজার লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং লাখ লাখ ইউক্রেনীয়কে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।
যুদ্ধের ২২ তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যেই ফের ন্যাটোর (NATO) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেনস্কি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না। রাশিয়া-ইউক্রেন আলোচনার মাঝেই ফের প্রাণ গেছে এক সাংবাদিকের। নিহত মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজের চিত্র সাংবাদিক পিয়ের জাকরজেউস্কি। কিভের কাছেই একটি জায়গায় সহকর্মী বেঞ্জামিন হলের সঙ্গে কাজ করছিলেন ওই চিত্র সাংবাদিক। সূত্রের খবর, হামলার মাঝে পড়ে তাঁদের গাড়িতে আগুন ধরে যায়।
অন্যদিকে, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাতেই মিলবে পড়াশোনার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও বাংলায় পড়ার ব্যবস্থা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন ইউক্রেন ফেরতরা, জানালেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Ukraine Russia War Live Updates : ইউক্রেনকে লক্ষ্য করে ১০০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি আমেরিকার
গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। দাবি আমেরিকার।
Ukraine Russia War : শান্তি চান না পুতিন, আরও নিষেধাজ্ঞা চাপানো হোক: মারিও দ্রাঘি
'শান্তি চান না ভ্লাদিমির পুতিন। আরও নিষেধাজ্ঞা চাপানো উচিত মস্কোর উপর', বললেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
Ukraine Russia War Live Updates : অন্য দেশ থেকে ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়, ঘোষণা নরওয়ের
অন্য দেশ থেকে ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেবে নরওয়ে। আপাতত মলদোভা থেকে ২ হাজার ৫০০ শরণার্থীকে আশ্রয় দেবে তারা।
Ukraine Russia War : অন্য দেশের নির্ভরশীলতাকে ব্যবহার করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, দাবি ইউরোপীয় ইউনিয়নের
জীবাশ্ম জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল ইউরোপ। তার জন্যই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, দাবি ইউরোপীয় ইউনিয়ন।
Ukraine Russia War Live Updates : ইউক্রেনে ফের আছড়ে পড়ল রুশ বোমা, মৃত ২১
ইউক্রেনে খারকিভের কাছে একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে আছড়ে পড়ল রুশ বোমা। মৃত্যু কমপক্ষে ২১ জনের। আহত কমপক্ষে ২৫।