Pak Girl Thanks Modi : ' প্রধানমন্ত্রী মোদিকে অশেষ ধন্যবাদ ', যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বেরোতে পেরে কৃতজ্ঞ পাক তরুণী
Pakistan's Asma Shafique thanks Modi for evacuating : ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ '
নয়াদিল্লি : রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। এর মধ্যেই কিভের পথে এগোচ্ছে রুশ সেনা। অন্যান্য শহরেও চলছে হামলা। ইউক্রেনের দাবি, রুশ সেনার গোলাবর্ষণে এ পর্যন্ত ৬১টি হাসপাতাল ধ্বংস হয়েছে। নষ্ট হয়েছে চিকিত্সার সরঞ্জাম। আতঙ্কে কাঁপছে অন্যদেশ থেকে ইউক্রেনে আশ্রয় নেওয়া মানুষ। সবাই ঘরে ফিরতে চায়। কিন্তু দেশ সে ভাবে এগিয়ে না এলে ফিরবে কী করে মানুষ ! প্রকাশ্যে এসেছিল এমন ভিডিও-ও, যেখানে দেখা যায়, আর, ভারতীয় পতাকা হাতে এক দল তরুণ তরুণী দেশে ফেরার আর্তি জানাচ্ছেন। যারা আদতে ভারতীয় নন পাকিস্তানী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। এবার ইউক্রেন থকে বেরিয়া আসতে পেরে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন এক পাক তরুণী।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পাক মহিলাকে উদ্ধার করেছে ভারত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আসমা শফিক নামে ওই মহিলা। পশ্চিম ইউক্রেন থেকে ওই পাক মহিলাকে উদ্ধার করে ভারতীয় উদ্ধারকারী দল। খবর সূত্রের।
#WATCH | Pakistan's Asma Shafique thanks the Indian embassy in Kyiv and Prime Minister Modi for evacuating her.
— ANI (@ANI) March 9, 2022
Shas been rescued by Indian authorities and is enroute to Western #Ukraine for further evacuation out of the country. She will be reunited with her family soon:Sources pic.twitter.com/9hiBWGKvNp
এরই মধ্যে অপারেশন গঙ্গা-র মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। সুমি, ইরপিন-সহ একাধিক শহর থেকে ছাড়ছে বাস। গতকাল মানবিক করিডরের মধ্যে দিয়ে সুমিতে আটকে থাকা সাড়ে ছশোরও বেশি ভারতীয় পডুয়াকে উদ্ধার করা হয়। সবাইকেই উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে।
যুদ্ধের ১৪ তম দিনে মানব করিডরের জন্য ফের ইউক্রেনের বেশ কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। বুধবার রাজধানী কিভ ছাড়াও চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল ও জাপোরিজিয়া শহর দিয়ে বেরোনোর জন্য মানব করিডর করা হয়েছে।
#WATCH | "We were easily given clearance due to the Indian flag; made the flag using a curtain & colour spray...Both Indian flag & Indians were of great help to the Pakistani, Turkish students," said Indians students after their arrival in Bucharest, Romania#UkraineCrisis pic.twitter.com/vag59CcPVf
— ANI (@ANI) March 2, 2022