এক্সপ্লোর
দরকার মেরামতি, বন্ধ হচ্ছে বিগ বেন
লন্ডন: স্তব্ধ হতে চলেছে বিগ বেনের বিখ্যাত ঘণ্টা। তবে বরাবরের জন্য নয়, বেশ কয়েক মাসের জন্য। লন্ডনের এই আইকনিক প্রতীকের মেরামতি শুরু হবে শিগগিরই। ফলে কয়েক মাস বন্ধ থাকবে বিগ বেন। ১৮৫৬ সালে তৈরি ৩১৫ ফুট দীর্ঘ এই টাওয়ারে অনেক রকম সংস্কার প্রয়োজন। ঘড়ির সামনের দিক, তার ভেতরের মালপত্র তো সারাতে হবেই, এছাড়াও মেরামত করা হবে টাওয়ারের দেওয়াল আর ছাদও। ঘড়ির রংও করা হবে তার পুরনো উনিশ শতকের রঙে। আগামী বছর থেকে এই প্রকল্পে হাত দেওয়া হবে, খরচ ধরা হয়েছে ২৯ মিলিয়ন পাউন্ড। প্রায় ১৫৭ বছর লাগাতার বেজে চলেছে বিগ বেনের ওই ঘণ্টা। যাতে তার মেশিনপত্র কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেই এই মেরামতি প্রয়োজন বলে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















