Colorado Supermarket Shooting: আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, হত পুলিশ অফিসার সহ ১০
6 Dead in Colorado Grocery Store Shooting: মোট কতজন আহত, সেটা এখনও স্পষ্ট নয়।
বোল্ডার (কলোরাডো): মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। কলোরাডোর বোল্ডারে একটি গ্রসারি স্টোরে এলোপাথারি গুলিতে নিহত অন্তত ১০। নিহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও আছেন বলে জানা গিয়েছে। মোট কতজন আহত, সেটা এখনও স্পষ্ট নয়।
Chief: Our hearts go out to all families impacted. There are 10 fatalities. She identified slain Police Officer Eric Talley, who was one of the first on the scene. She calls officer's actions "heroic."
— Boulder Police Dept. (@boulderpolice) March 23, 2021">
বোল্ডার পুলিশ বিভাগের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ‘শোকাহত পরিবারগুলির প্রতি আমরা সমবেদনা জানাই। ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহত পুলিশ অফিসারের নাম এরিক ট্যালি। তিনি গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে যান। কিন্তু অন্যদের রক্ষা করতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারালেন। নায়কের মতোই মৃত্যুবরণ করেছেন তিনি। এরিক ট্যালির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। অকালে প্রাণ হারালেন তিনি।’
DA: My heart goes out to family of Officer Eric Talley: "His life was cut much too short." Also expressing condolences to families of nine other victims. Promises a "painstaking investigation." He calls for more action than just thoughts and prayers.
— Boulder Police Dept. (@boulderpolice) March 23, 2021">
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সন্দেহভাজন বন্দুকবাজকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের লোকজনকে খবর না দেওয়া পর্যন্ত বাকি ৯ জন মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে না। সবার পরিবারের প্রতিই সমবেদনা জানানো হচ্ছে।’
বোল্ডার পুলিশ বিভাগের প্রধান মারিস হেরল্ড জানিয়েছেন, ‘এই ঘটনায় প্রাণ হারানো পুলিশ অফিসার এরিক ট্যালির বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ২০১০ থেকে বোল্ডার পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার দুপুর আড়াইটে নাগাদ কিং সুপারস সুপারমার্কেটে গুলি চলার খবর আসে। এক ব্যক্তি প্যাট্রল রাইফেল নিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে জানা যায়। এই খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে যান এরিক ট্যালি। তিনি গুলিতে মারাত্মক জখম হন। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’
বোল্ডার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ডগহার্টি জানিয়েছেন, ‘এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁরা যাতে ন্যায়বিচার পান, সেটা নিশ্চিত করার জন্য আমরা সবরকম চেষ্টা করছি।’