মোদী-ট্রাম্প বৈঠকের ঠিক আগে হিজবুল প্রধান সঈদ সালাউদ্দিনকে বিশ্ব-সন্ত্রাসবাদী ঘোষণা মার্কিন প্রশাসনের
ওয়াশিংটন: কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা সঈদ সালাউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করল মার্কিন যুক্তরাষ্ট্র।
এই সিদ্ধান্তের ফলে, সালাউদ্দিনের সঙ্গে কোনও প্রকার লেনদেন করতে পারবেন না কোনও মার্কিন নাগরিক। পাশাপাশি, মার্কিন প্রশাসেনর এক্তিয়ারের মধ্যে পড়া সালাউদ্দিনের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ওয়াশিংটন।
সোমবার (ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
সালাউদ্দিনকে নিষিদ্ধ বা বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে ভারত। ফলে, এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প প্রশাসন ভারতকে এই বার্তা দিল যে জঙ্গিদমনে তারা ভারতের অবস্থানকেই সমর্থন করছে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে সন্ত্রাসের শিকার।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন বিদেশ দফতরের তরফে বলা হয়েছিল, সালাউদ্দিন ওরফে সঈদ মহম্মদ ইউসুফ শাহ কাশ্মীরে কোনওপ্রকার শান্তিপূর্ণ সমাধানের পরিপন্থী। সালাউদ্দিন হুমকি দিয়েছিল, আরও বেশি করে আত্মঘাতী কাশ্মীরি জঙ্গি তৈরি করে সে কাশ্মীরকে ভারতীয় বাহিনীর কবরস্থানে পরিণত করবে।
বিদেশ দফতর আরও জানিয়েছিল, সালাউদ্দিনের নেতৃত্বে হিজবুল বহু নাশকতা হামলার দায় নিয়েছে। এর মধ্যে ২০১৪ সালের এপ্রিলে কাশ্মীরে বিস্ফোরণও ছিল।