এক্সপ্লোর
মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরী অবতরণ বিমানের
![মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরী অবতরণ বিমানের Us Flight Makes Emergency Landing After Man Tries To Open Door মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরী অবতরণ বিমানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/30181324/alaska--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সান ফ্রান্সিসকো: মাঝ আকাশে এক যাত্রী হঠাত্ করেই বিমানের দরজা ধরে টানাটানি শুরু করলেন। ছুটে আসেন বিমানকর্মীরা। কোনওক্রমে নিরস্ত করা হয় তাঁকে। এই ঘটনার জেরে নিউইয়র্ক থেকে সিয়াটেলগামী আলাস্কা এয়ারলাইন্সের বিমানের জরুরী অবতরণ করানো হল। বোয়িং ৭৩৭ বিমানটি মিনেপোলিশে জরুরী অবতরণ করে।
এয়ার লাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানের সামনের দিকের একটি দরজা খোলার চেষ্টা করেন ওই যাত্রী। কিন্তু মাঝ আকাশে বিমানের দরজা কোনওভাবেই খোলা যায় না। তাই ওই যাত্রীর চেষ্টা সফল হয়নি।
মিনেপোলিশে বিমানটির অবতরণের পর ওই যাত্রীকে নামিয়ে আনা হয়। এরপরই বিমানটি গন্তব্যে রওনা দেয়।
মিনেপোলিশ সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, অফিসাররা ওই অভব্য যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে, নিজেকে বিপদে ফেলতেই ওই কাজ করেন তিনি। ওই যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে ছাড়া হয়নি বলে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
অফবিট
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)