এক্সপ্লোর
Advertisement
কোরিয় উপদ্বীপে পাড়ি মার্কিন নৌবাহিনীর স্টাইক গ্রুপের
ওয়াশিংটন: এবার মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ রওনা দিল কোরিয় উপদ্বীপের উদ্দেশে। উত্তর কোরিয়ার 'বেপরোয়া' পারমাণবিক পরীক্ষার জবাব দিতেই এবার কোরিয় উপদ্বীপে স্ট্রাইক গ্রুপ পাঠালো আমেরিকা।
আমেরিকার এই পদক্ষেপ কোরিয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন যুদ্ধজাহাজ থেকে টোমাহক ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়েছিল। কোরিয় উপদ্বীপে স্ট্রাইক গ্রুপ পাঠানোর খবরে জোর জল্পনা, এবার কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নজরে উত্তর কোরিয়া?
উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচী বন্ধ করা হবে না বলে জানিয়েছে। তাদের বক্তব্য, পারমাণবিক হামলা প্রতিরোধে এই কর্মসূচী নিয়েছে তারা।
মার্কিন প্রশান্তমহাসাগরীয় কম্যান্ডের মুখপাত্র কমান্ডার ডেভ বেনহ্যাম বলেছেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রস্তুতি ও উপস্থিতি চূড়ান্ত পর্যায়ে বজায় রাখার জন্য কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ নর্থকে কোরিয় উপদ্বীপে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বেনহ্যাম সাফ জানিয়ে দিয়েছেন, ওই অঞ্চলের পয়লা নম্বর বিপদ উত্তর কোরিয়াই। বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন ক্ষেপনাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচীর গ্রহণ করে এই অঞ্চলে অস্থিরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া।
স্ট্রাইক গ্রুপটি অস্ট্রেলিয়া বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। এই নৌ বহরে রয়েছে নিমিজ শ্রেণীর এয়ারক্র্যাফ্ট সুপার কেরিয়ার ইউএসএস কার্ল ভিনসন। বর্তমানে স্টাইক গ্রুপটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে রওনা দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement