এক্সপ্লোর
রানওয়ে মরুঝড়ের কবলে, তারমধ্যেই বিমান অবতরণ পাইলটের, দেখুন ভিডিওতে

সৌদি আরবে তখন চলছিল মরুঝড়। সেই ঝড়ের মধ্যে রানওয়েতে দৃশ্যমানতা ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু এক দক্ষ পাইলট সেই মরুঝড়কে উপেক্ষা করে অবতরণ করালেন বিমানের। এক বিমানযাত্রী সেই দৃশ্য লেন্সবন্দি করে রেখেছিলেন নিজের মোবাইলে। দেখুন ভিডিওতে সেই রুদ্ধশ্বাস মুহূর্তটি
এদিকে পাইলটের দক্ষতা দেখে প্রশংসায় পঞ্চমুখ টুইটারাইটরা। ভিডিওতে দেখা যাচ্ছে, বালি এবং ধুলোর ঝড়ে রানওয়ের দৃশ্যমানতা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। তারমধ্যে অবতরণ করল বিমানটি। ককপিট থেকে ভিডিওটি শ্যুট করেছে বিমানেরই এক যাত্রী। সৌদি আরবের জাজান বিমানবন্দরের ঘটনা এটি।Sand storm sweeps through Kuwait and Saudi Arabia. Via AbdulAziz and @CLIMATEwBORDERS pic.twitter.com/m3jxLVaECD
— WMO | OMM (@WMO) April 26, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















