এক্সপ্লোর
Advertisement
দেখুন: সিংহ শাবকের সঙ্গে দড়ি টানাটানির খেলায় হার তিন ডব্লুডব্লুই কুস্তিগীরের
টেক্সাস: আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও চিড়িয়াখানার একটা মজাদার ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফুটেজে তিনজন ডব্লুডব্লুই কুস্তিগীরকে একটা অল্পবয়সী সিংহর সঙ্গে দড়ি টানাটানি করতে দেখা গিয়েছে।
দর্শকের উত্সাহ-উদ্দীপনার মধ্যে তিন কুস্তিগীর রিকোচেট, ফ্যাবিয়ান আইচনার ও কিলিয়ান ডেইনকে তাঁদের সর্বশক্তি প্রয়োগ করে দড়ি টানতে দেখা গিয়েছে। দড়ির অন্য প্রান্ত তখন দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে সিংহটি।
কুস্তিগীররা বাইরে থেকে খাঁচার মধ্যে থাকা সিংহটির মুখ থেকে দড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কুস্তিগীররা যখন একসঙ্গে দড়ি টানছেন, তখন একটি জায়গাতেই ঠায় বসে রয়েছে সিংহটি। দড়ি ছিনিয়ে নেওয়া তো দূরস্থান, সিংহটিকে এক ইঞ্চিও সরাতে পারলেন না কুস্তিগীররা। শেষপর্যন্ত হাল ছেড়ে দেন তাঁরা। তাঁদের চোখেমুখে পরাজয়ের ছাপ।
দর্শকরা দৃশ্যটি তাঁদের মোবাইলের ক্যামেরায় বন্দী করেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভিডিওটি পোস্ট করে লিখেছে, মাত্র আড়াই বছরের সিংহ শাবকের সঙ্গে দড়ি টানাটানির খেলায় জিততে কতজন মহাতারকা কুস্তিগীরের প্রয়োজন? মনে হচ্ছে, তিনজনের বেশিই প্রয়োজন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement