এক্সপ্লোর
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, স্বামীর দুধে বিষ মেশাল পাত্রী! তাতে তৈরি লস্যি খেয়ে মৃত্যু শ্বশুরবাড়ির ১৩ জনের

লাহোর: অপছন্দের পাত্রের সঙ্গে বিয়েতে বসতে বাধ্য করা হয়েছিল। তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার দুধে বিষ মিশিয়ে দেয় নববিবাহিতা বধূটি। কিন্তু ভাগ্যক্রমে স্বামী বেঁচে যায় বিষাক্ত দুধ না খাওয়ায়। তবে সেই দুধ দিয়ে বানানো লস্যি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে শ্বশুরবাড়ির একাধিক সদস্য। বিষক্রিয়ায় মৃত্যু হয় ১৩ জনের। অসুস্থ আরও ১৪ জনের হাসপাতালে চিকিত্সা চলছে। লাহোরের মুজফফরগড়ের দৌলত পৌর এলাকার ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র রহস্য দানা বেঁধেছে। পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রের খবর, আসিয়া নামে মেয়েটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, বিয়ের আগে থেকেই একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল, তার সঙ্গে মিলে প্ল্যান করেই স্বামীর দুধে বিষ মিশিয়েছিল সে। প্রেমিককে খুঁজছে পুলিশ। তল্লাসি চলছে নানা স্থানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















