এক্সপ্লোর
Advertisement
বান্ধবীকে খুশি করতে নগ্ন হয়ে ভিডিও কল, দুষ্কৃতীরা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে আদায় করল ২২,০০০ টাকা
দরাদরির পর শেষমেষ জর্জ অনলাইনে ২০,০০০ টাকা দিতে রাজি হন। কিন্তু সোমবার ফের তাঁকে ফোন করা হয় আরও বেশি টাকা দাবি করে।
বেঙ্গালুরু: বান্ধবীকে সন্তুষ্ট করতে গিয়ে একি বিপত্তি!
বেঙ্গালুরুর ২৬ বছরের এক তরুণ নগ্ন হয়ে ভিডিও কল করেছিলেন বান্ধবীকে। সেই ভিডিও হাতে চলে আসে কয়েকজন দুষ্কৃতীর। তারা হুমকি দেয়, টাকা না দিলে ওই ভিডিও ফাঁস করে দেবে তারা। সম্মান বাঁচাতে ওই তরুণ ২২,০০০ টাকা দিতে বাধ্য হয়েছেন।
তরুণের নাম জর্জ (নাম পরিবর্তিত)। হোয়াইটফিল্ড থানায় তিনি জানিয়েছেন, গত মাসে হোয়াটসঅ্যাপে একটি মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর। সে তার নাম বলেছিল নিশা। বলেছিল, সে কেরালার মেয়ে, বেঙ্গালুরুতে কল সেন্টারে চাকরি করে। জর্জ থাকেন পেয়িং গেস্ট হিসেবে, তাঁর রুমমেট করোনা অতিমারীর জেরে বাড়ি চলে গিয়েছেন। তাঁর দাবি, নিশা তাকে বলেছিল, তার ‘বোল্ডনেস’ পছন্দ, ‘গরম গরম’ বিষয় নিয়ে ফোনে আলোচনা পছন্দ করে। গত সপ্তাহে চ্যাটের সময় নিশা তাঁকে বলে, সে তাঁকে নগ্ন দেখতে চায়। প্রথমে তিনি রাজি হননি। কিন্তু নিশা বলে, তিনি জামাকাপড় খুললে সেও খুলে ফেলবে তারপর।
দাবি মেনে জর্জ ভিডিও কল চলাকালীনই জামাকাপড় খুলে ফেলেন। কিন্তু নিশা একটু পরেই ফোন কেটে দেয়। তারপর থেকে তার ফোন সুইচড অফ। এরপর রবিবার জর্জ অচেনা একজনের ফোন পায়। ওই ব্যক্তি বলে, তার কাছে তাঁর নগ্ন ভিডিও রয়েছে, ৫০,০০০ টাকা না দিলে ওই ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেবে সে। দরাদরির পর শেষমেষ জর্জ অনলাইনে ২০,০০০ টাকা দিতে রাজি হন। কিন্তু সোমবার ফের তাঁকে ফোন করা হয় আরও বেশি টাকা দাবি করে।
জর্জ এবার বুঝতে পারেন, তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এরপর পুলিশে যান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement