Jyoti Malhotra: 'পাকিস্তানি বন্ধুদের কি ফোন করতে পারে না?' বিরক্তি প্রকাশ পাক 'স্পাই' জ্যোতির বাবার
YouTuber Jyoti Malhotra: সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হরিশ মালহোত্রা বলেন, 'তিনি ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করার জন্য পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেতেন'

নয়া দিল্লি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রকে। ইউটিউবার জ্যোতির অ্যাকাউন্ট জুড়ে এখনও জ্বলজ্বল করছে পাকিস্তানের নানান ভিডিও। এরই মধ্যে তাঁর বাবা হরিশ মালহোত্রা দাবি করেছেন, তার মেয়ে ভিডিও শ্যুট করার জন্য পাকিস্তানে যেতে পারে না? সীমান্তের ওপারে পাকিস্তানে কি কোনও বন্ধু থাকতে পারে না তাঁর মেয়ের? এই প্রশ্নই করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হরিশ মালহোত্রা বলেন, 'তিনি ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করার জন্য পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেতেন। যদি সেখানে তার কিছু বন্ধু থাকে, তাহলে কি তিনি তাদের ফোন করতে পারবেন না? আমার কোনও দাবি নেই, তবে আমাদের ফোন দিন। আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এটা হবে কেন?'
হরিশ মালহোত্রা আরও দাবি করেছেন যে বৃহস্পতিবার পুলিশ তার বাড়িতে এসে তাদের ব্যাংক স্টেটমেন্ট, ল্যাপটপ এবং পাসপোর্ট নিয়ে গেছে। তিনি আরও যোগ করেছেন যে তার মেয়ে পাকিস্তান ভ্রমণের আগে সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল দুই দেশের সরকারেরই।
পহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে গেছিলেন তিনি। অভিযোগ এই ভারতীয় তরুণী, অপারেশন সিঁদুরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এমনকী ভারতের সেনাঘাঁটি সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, পহেলগাঁওকাণ্ডের পর ভারতীয় সেনার প্রস্তুতি সংক্রান্ত তথ্যও পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে।
এদিকে এর আগে জানা যায় যে যদিও জ্যোতির পাকিস্তান যাতায়াতের কথা কিছুই জানা ছিল না পরিবারের লোকজনের। একটি সাক্ষাৎকারে জ্যোতি মালহোত্রর বাবা হরিশ মালহোত্র বলেছিলেন যে, আমাকে বলে যেত দিল্লি যাচ্ছে। জানি না পাকিস্তান গেছে কি না। এরা মিথ্যে বলছে না সত্যি বলছে জানি না।
শুধু পাকিস্তান নয়, পহেলগাঁও হামলার আগে কাশ্মীরেও গিয়েছিল জ্যোতি। তাঁর কাশ্মীর ভ্রমণও এখন চলে এসেছে গোয়েন্দাদের স্ক্যানারে।






















