Zomato Delivery: খাবার ডেলিভারির পাশাপাশি এবার এই কাজও করবেন ডেলিভারি পার্টনাররা! গিনেস রেকর্ডে Zomato-র উদ্যোগ
Zomato Delivery Agent: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর কর্ণধার দীপিন্দর গোয়েল ঘোষণা করেছেন যে তাদের হাজার হাজার ডেলিভারি পার্টনাররা এবার থেকে ফুড ডেলিভারির পাশাপাশি চিকিৎসা সহায়তাও প্রদান করবেন
নয়া দিল্লি: শীত, গ্রীষ্ম, বর্ষা- এখন সব ঋতুতেই যারা ভরসা তাঁরা হলেন ফুড ডেলিভারি পার্টনাররা। ভোর থেকে মধ্যরাত, নিরলস কাজ করে চলেন তাঁরা। তবে এবার আর শুধু খাবার কিংবা পণ্য ডেলিভারিই নয়, সমাজের 'মসিহা' হয়ে উঠতে চলেছেন তাঁরা।
অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর কর্ণধার দীপিন্দর গোয়েল ঘোষণা করেছেন যে তাদের হাজার হাজার ডেলিভারি পার্টনাররা এবার থেকে ফুড ডেলিভারির পাশাপাশি চিকিৎসা সহায়তাও প্রদান করবেন। রাস্তায় ট্রাভেল করার সময় কোনও যদি তাঁরা দেখেন কারও কোনও ইমারজেন্সি অবস্থা হয়েছে, সেই সময় সেই সকল ব্যক্তিদের সহায়তা দেবেন ডেলিভারি পার্টনাররাই। সেই মতোই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
১৩ জুন, বৃহস্পতিবার একটি পোস্টে জোম্যাটো কর্ণধার বলেন, 'মুম্বইতে আমরা ৪৩০০ জন ডেলিভারি পার্টনারদের নিয়ে একটি ভেন্যুতে প্রাথমিক চিকিৎসার এই প্রশিক্ষণটা দেওয়া হয়েছে। ৩০ হাজারেরও বেশি জোম্যাটো ডেলিভারি পার্টনাররা এবার থেকে রাস্তাতেও কোনও জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা দিতে পারবেন। তাঁদের পেশাদারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।'
দীপিন্দর গোয়েল এও বলেন, ভারতের এই বীরদের আমার স্যালুট ও অনেক ধন্যবাদ।
Yesterday in Mumbai, we broke the 𝐆𝐮𝐢𝐧𝐧𝐞𝐬𝐬 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐑𝐞𝐜𝐨𝐫𝐝s for the largest first aid lesson at a single venue, together with 4,300 delivery partners.
— Deepinder Goyal (@deepigoyal) June 13, 2024
Over 30,000 @zomato delivery partners are now professionally trained to provide medical aid and help during… pic.twitter.com/6sl3lWcE0R
Zomato এছাড়াও X-এ একটি পোস্ট শেয়ার করেছে এবং বলেছে যে যারা জোম্যাটোর এই কাজ করবে সেই সকল জরুরী ডেলিভারি পার্টনারদের ব্যাগে একটি সবুজ প্লাস চিহ্ন থাকবে।
তবে জোম্যাটোর তরফে এও বলা হয়েছে, 'আমরা আশা করি আপনি এই Zomato পরিষেবাটি কখনই ব্যবহার করবেন না। আমরা আশা করি আপনার কখনই এটির প্রয়োজন হবে না।" Zomato তাদের পোস্টের ক্যাপশনে বলেছে, তাদের ৩০ হাজার ডেলিভারি অংশীদাররা গুরুতর রাস্তার জরুরী পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR) দেওয়ার জন্য পেশাদার প্রশিক্ষণ পেয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে