Viral Video: ‘পালিয়ে গিয়েছে স্ত্রী !’; বিবাহ বিচ্ছেদের পরে ‘মুক্তি’; ৪০ লিটার দুধে স্নান করলেন ব্যক্তি; ভিডিয়ো ভাইরাল
Assam Man Divorce: সম্প্রতি অসমের এক ব্যক্তি অভিনব কায়দায় এই বিবাহ বিচ্ছেদের উদযাপন করেছেন। আর সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল।

Assam Man Divorce Celebration: বিবাহের সময় প্রায় সকলেই জাঁকজমক ধুমধাম করে তা উদযাপন করেন। কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটলেও উদযাপন ? অবাক হলেন ? এই ঘটনাই ঘটিয়েছেন অসমের (Assam Man Divorce) এক ব্যক্তি। এখনও সমাজে বিবাহ বিচ্ছেদকে কিছুটা বাঁকা চোখে দেখা হয়, তবু অনেকের কাছেই এই বিচ্ছেদ নতুন করে শুরু করার উদযাপন হয়ে যায়। অনেকেই মনে করছেন যে হারে বিবাহ বিচ্ছেদ বেড়ে চলেছে, সেদিক থেকে দেখতে গেলে এই ফ্রিডম পার্টি (Viral Video) একদিন বিবাহের মতই সাধারণ বিষয় হয়ে উঠবে।
সম্প্রতি অসমের এক ব্যক্তি অভিনব কায়দায় এই বিবাহ বিচ্ছেদের উদযাপন করেছেন। আর সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল। অসমের মুকালমুয়ার বড়ালিয়াপার গ্রামের বাসিন্দা মানিক আলি বিবাহ বিচ্ছেদের পরে এই ঘটনাকে উদযাপন করতে ৪০ লিটার দুধে স্নান করেন। আর এই স্নানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই বিচ্ছেদে কষ্ট ছিল না, কান্না ছিল না, বরং ছিল প্রবল উল্লাস।
রিপোর্ট অনুসারে মানিক আলি জানিয়েছেন যে তাঁর স্ত্রীর এক প্রেমিকের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। তিনি এর আগে বেশ কয়েকবার পালিয়ে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে, তবুও তিনি এই বিবাহ বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। বিশেষ করে তাদের এক ছোট মেয়ে রয়েছে, তাঁর মুখ চেয়ে এই বিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি।
কিন্তু অনেক চেষ্টা করেও স্ত্রীর চারিত্রিক বদল না ঘটায় বাধ্য হয়েই দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। আর এই পরিসরেই ভিডিয়োতে দেখা যায় আশেপাশে জমায়েত হওয়া লোকজনের মধ্যে মানিক আলি চিৎকার করে বলছেন যে আজ থেকে তিনি মুক্ত আর তারপরেই ৪০ লিটার দুধ ভর্তি বালতি নিজের মাথায় গায়ে ঢেলে স্নান করে নেন তিনি।
Manik Ali from Assam celebrated his divorce with wife in a way that grabbed much attention.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 13, 2025
He bathed in 40 litres of milk soon after his lawyer confirmed to him that the divorce process was complete, as per multiple media reports. pic.twitter.com/RVehKtRYJg
সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই ভিডিয়োটি। এক নেটিজেন এই ভিডিয়োর কমেন্ট সেকশনে লিখেছেন যে এর আগে কতবার পালিয়েছে তাঁর স্ত্রী ? আর কতদিন সময় লাগল তাঁর এটা বুঝতে যে তাঁর স্ত্রী আদৌ তাঁকে ভালবাসেন না, তাঁর প্রতি সমর্পিত নন ? ভারতীয় পুরুষরা আর কবে এই ব্যাপারটা দ্রুত বুঝবে ! আবার অন্য এক ব্যক্তি কমেন্টে লেখেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন।’






















