Viral Video: 'অবতার' দেখে অনুপ্রাণিত, হাঙরের পিঠে চড়ে 'জয়-রাইড'! ভাইরাল ভিডিও
Viral: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখে নিন আপনিও।
Viral News: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহু প্রতীক্ষিত ছবি 'Avatar: The Way Water'। বক্স অফিসে সাড়া জাগিয়েছে এই ছবি। গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই হলিউড ছবি। আর তা দেখে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তি যা করেছেন এখন সেই ভিডিওই ভাইরাল (VIral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র একদিনেই জেমস ক্যামেরনের এই ছবি পৌঁছে গিয়েছিল ১০০ কোটির ক্লাবে। এখন ২০০ কোটির ক্লাবও পার করে ফেলেছে এই সিনেমা। আর ভাইরাল হওয়া ভিডিওর ভিউ, লাইক কমেন্টের সংখ্যাও ক্রমশ বাড়ছে। 'অবতার দ্য ওয়ে অফ ওায়টার' দেখে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তিও হাঙরের পিঠে চড়ে 'জয়-রাইড' নিয়েছেন। ওই ব্যক্তির কাণ্ডকারখানা দেখে হতবাক নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও।
দেখে নিন সেই অবাক করা ভাইরাল ভিডিও
Me after watching avatar 2 pic.twitter.com/Fp6LZTcEoF
— 𝘿𝘼𝘿𝘿𝙔 𝙋𝘼𝙍𝙊𝘿𝙔 (@brotaminz) December 17, 2022
সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি ইয়টের উপর পা ঝুলিয়ে বসে রয়েছে। নীচে নীল সমুদ্রের জল। তার উপর দিয়ে এগোচ্ছে দু'টি বিশাল আকার আয়তনের হাঙর। অত বড় আয়তন হওয়ায় এদের বলা হয় whale shark। অর্থাৎ তিমি মাছের বড় হাঙর। এমনই এক বিশাল মাছের পিঠে ইয়ট থেকে লাফ দিয়ে বসে পড়েছিলেন ওই ব্যক্তি। তারপর অবশ্য ভিডিওতে আর কিছু দেখা যায়নি। তবে ওই ব্যক্তিকে পিঠে নিয়েই হাঙরটি চলতে শুরু করেছিল জলের মধ্যে। একঝলক এই দৃশ্য দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে। জেমস ক্যামেরনের ছবিতে যে চরিত্রদের দেখানো হয়েছে তাদের মধ্যে মুখ্য চরিত্র এভাবেই তিমি এবং Toruk (ড্রাগনের মতো একটি প্রাণী)- এর পিঠে চড়ে যাতায়াত করে। বোধহয় তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন এই ব্যক্তি। তারপর ঘটিয়েছেন এই অবাক কাণ্ড।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই 'অবতার দ্য ওয়ে অফ ওায়টার' ছবির ক্লিপিংস শেয়ার করে এবং এই ব্যক্তির ভিডিও পাশাপাশি রেখে তুলনাও করেছেন। নেটিজেনদের মধ্যে উঠেছে হাসির রোল। তবে অবশ্য অনেকেই বলেছেন এই ব্যক্তির অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। মারাত্মক বিপদের ঝুঁকি নিয়ে এমন স্টান্ট করে পরিচিতি পাওয়ার কোনও প্রয়োজন ছিল না।