Viral News: V Day-তে প্রেমিকাকে বেরোতে দিচ্ছে না বাবা-মা, উপহার দিতে অভিনব ফন্দি যুবকের
Viral Post Boy requested to deliver gifts to girlfriend: ভ্যালেনটাইনস ডে-তে প্রেমিকাকে বেরোতে দিচ্ছে না তাঁর বাবা-মা। এদিকে তাকে উপহার না দিলেই নয়!
কলকাতা: ভ্য়ালেনটাইনস ডে ১৪ ফেব্রুয়ারি। প্রেমিকাকে কী উপহার দেওয়া হবে, তা ঠিক করাই ছিল। এমনকি উপহার অর্ডার দেওয়াও হয়ে গিয়েছে প্রেমিকের। কিন্তু শেষ মুহুর্তে বাধ সাধল প্রেমিকার বাবা-মা। ‘ভ্য়ালেনটাইনস ডে-তে ঘুরতে যাওয়ার কী হয়েছে? কেউ আছে নাকি ! কোথাও যেতে হবে না’...মেয়েকে আর বেরোতে দেননি তাঁর অভিভাবকরা। এদিকে উপহার না দিতে পারলে যে মনের শান্তি হচ্ছে না! কী করা যায় ? এই ভাবতে ভাবতেই অভিনব ফন্দি আঁটলেন সেই যুবক। ডেলিভারি সংস্থাকেই অনুরোধ করলেন উপহার পৌঁছে দেওয়ার জন্য!
ডেলিভারি বয়কে অভিনব অনুরোধ
ব্লিঙ্কিট নামে একটি সংস্থায় উপহার অর্ডার দিয়েছিলেন ওই যুবক। ফুল ও একটি উপহার ছিল অর্ডারের তালিকায়। অর্ডার দেওয়ার পর সংস্থার হেল্প সেকশনে যান ওই যুবক। সেখানেই চ্য়াটে তিনি অনুরোধ করেন উপহার পৌঁছে দেওয়ার। সংস্থা এই চ্য়াটের স্ক্রিনশট পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। ব্লিঙ্কিটের এক্স হ্যান্ডেল (viral X post) থেকে এটি পোস্ট করা হয়। তার পরই তা ভাইরাল (viral post) হয়ে যায়। পোস্টটিতে সংস্থার সিইওকেও মন্তব্য করতে দেখা যায়।
চ্যাটে কী লিখলেন যুবক ?
চ্যাটে যুবক লেখেন - আপনাদের কাছে গোলাপ ও উপহারের অর্ডার দেওয়া হয়েছে। এর পর একটি সাহায্যের অনুরোধ রাখেন তিনি। সংস্থার তরফে মনোজ নামের এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন কেমন সাহায্য চান। তখন যুবকটি পুরো ঘটনা জানান। প্রেমিকাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না তাঁর মা-বাবা। এদিকে এই উপহারগুলি তাঁর জন্যই কেনা। তাই সংস্থা যদি উপহারগুলি পৌঁছে দেন। এক্স হ্যান্ডেলে চ্যাট স্ক্রিনশট পোস্ট করে সংস্থা লেখেন, এটি আমরা করতে অপারগ।
সংস্থার কর্তা কী লিখলেন ?
সংস্থার সিইও অলবিন্দর ধিন্দসা ওই পোস্টে তার ওয়ালে শেয়ার করেন। তিনি লেখেন ‘India is clearly not for beginners’। এদিকে পোস্টটি ১৪ ফেব্রুয়ারি থেকেই ভাইরাল হতে শুরু করেছে। নেটিজেনরাও পোস্টের নিচে নানারকমের কমেন্ট করেছেন। এক জনৈকের কথায়, ‘গভীর ভালবাসা থাকলেই এভাবে অনুরোধ করা সম্ভব’। অন্য এক নেটিজেন কমেন্টে লেখেন, ‘সংস্থার উচিত ভ্যালেনটাইনস ডে-এর দিন যুবকটির অনুরোধ রাখা’। আরেক নেটিজেন লেখেন, ‘যুবকটির থেকে কিচু বেশি টাকা নিয়ে ওর এই অনুরোধ রাখুন। এতে আপনাদেরও লাভ হবে।’ পোস্টের ক্যাপশনে যদিও সংস্থা লিখেছিল আমাদের পক্ষে এটি সম্ভব নয়!
আরও পড়ুন - Viral Video: জুতোর নিচে আটকানো আস্ত খাঁচা, তাতে আবার জ্যান্ত ইঁদুর ! এ কেমন শখ বিদেশিনীর ?